হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, সকলকে জানায় ডেইলি নিউজ টুয়েন্টি ফোর এর পক্ষ থেকে স্বাগতম।

আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । আজকের বিষয় হলো গুগল এড লিমিট সম্পর্কে।

আপনি যদি ব্লগিং নিয়ে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই এড লিমিট কথাটি শুনে থাকবেন। কিন্তু আমাদের ব্লগিং সাইটে এড লিমিট কেন হয় এই বিষয়টি অনেকেই জানেন না।

আবার আরেকটি বিষয় হলো, এড লিমিট আসলে কিভাবে এড লিমিট দ্রুত দূর করা যায় ব্লগিং সাইট থেকে এই বিষয়টি ও অনেকে জানেন না। তাই অনেক সময় এই বিষয়টি নিয়ে অনেকেই কি করবেন এই বিষয় নিয়ে নানা ধরনের বিপাক এ পড়ে যায়। তাই এই বিষয় টি যেন আপনার সমস্যার কারন হয়ে না থাকে। এবং এই বিষয় এ পরিষ্কার ধারণা দেওয়ার জন্যই আমাদের এই আর্টিকেলটিকে সাজানো হয়েছে।

তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই বলা সম্পর্ক

এড লিমিট আসার কারণ

গুগল এডসেন্স এ দেখবেন হঠাৎ করেই আপনার ওয়েবসাইট এ এড আসা বন্দ হয়ে গেছে। আপনার সাইটে আগে যেভাবে এড দেখতে পেতেন, এখন আর দেখতে পারছেন না।

আপনার গুগল এডসেন্স এ উপরে দেখবেন একটি নোটিফিকেশন রয়েছে গুগল এডস এর। যেখানে লিখাটি এমন দেখতে পারবেন (The number of ads you can show has been limited. For Details go to the policy center) এডসেন্স এ এই নোটিফিকেশনটি দেখতে পারবেন।

কিন্তু কেন আসলো আপনার এই এডস লিমিট। আপনি কি এমন কাজ করেছিলেন, যে কারনে আপনার এমন সমস্যা হলো, এমন আরো অনেক প্রশ্নই কিন্তু আপনার মনে এসেছে এবং আসতে পারে। তাহলে চলুন এখন আমরা জেনে নেয় এই বিষয় নিয়ে।

কারন সমূহ:-

Invalid Click:- এড লিমিট আসার অন্যতম একটি কারণ হলো অবৈধ ক্লিক আসা।

এখন প্রশ্ন হলো ইনভেলিড ক্লিক কি?

ইনভেলিড ক্লিক হলো, একই আইপি থেকে বার ক্লিক আসা। আপনার সাইটে যদি কেও ইচ্ছাকৃত ভাবে বার বার এডস এ ক্লিক করে। তাহলে এই সমস্যা দেখা দেয়। যেমন সমস্যা দেখা দেয় তা হলো, ইনভেলিড ক্লিক আসার ফলে আপনার এডসেন্স এ Page Ctr বেড়ে যাবে। পেজ সিটিআর বেডে গেলে আপনার সাইটি হুমকির মুখে চলে আসবে।

ইনভেলিড ক্লিক অতিরিক্ত চলে আসলে আপনার সাইট ডিজেবল হওয়ার ও সম্ভাবনা থাকে। তাই আপনাকে এই বিষয় এ নজর দিতে হবে৷ আপনার সাইটে অতিরিক্ত ইনভেলিড ক্লিক আসলে আপনার করনীয় হলো, Auto Ads টিকে বন্দ করে দেওয়া। তাই আমরা বলতে পারি এডস লিমিট আসার অন্যতম কারণ হলো ইনভেলিড ক্লিক আসা।

Invalid Traffic

ইনভেলিড ট্রাফিকের কারনেও গুগল এডসেন্স এ এডস লিমিট দেখা দেয়। ইনভেলিড ট্রাফিক কিভাবে আসে এই বিষয় টি ও অনেকে জানেন না।

ইনভেলিড ট্রাফিক কিভাবে আসেন, যানেন কি। তাহলে জেনে রাখুন,, ইনভেলিড ট্রাফিক আসে আপনি যে দেশে আছেন সেই দেশ এ বসে ভিপিএন কানেক্ট করার মাধ্যমে অন্যন্যা দেশের ভিজিটর নিয়ে আসা।

যেমন ধরুন আপনি আছেন বাংলাদেশ এ কিন্ত ভিপিএন কানেক্ট করলে আপনার ফোনের আইপি পরিবর্তন হয়ে যাবে, এই আইপি পরিবর্তন হয়ে আপনি যদি আপনার সাইটে ভিজিট করেন বা ভিজিটর নিয়ে আসেন, তাহলে আপনার সাইটে এড লিমিট দেখা দিবে।

CTR High হওয়া।

Page Ctr বেশি হলে এডস লিমিট দেখা যায়। পেজ সিটি আর হলো। আপনার সাইটের টোটাল পেজ ভিভ কত হলো আর সেই অনুযায়ী কত ক্লিক পরলো তার একটি হিসাব। যেমন ধরুন আপনার পেজ ভিউ কম হয়েছে কিন্তু আপনার সাইটে এডস এ ক্লিক বেশি পড়েছে, তাহলে আপনার সাইটটি হুমকির মুখে পরবে। পেজ সিটি আর ৩ এর কম হওয়াই হলো ভালো। এতে সাইটের হুমকি কম থাকবে। তাই পেজ সিটি আর হলো এডস লিমিট আসার অন্যতম কারন।

/* */