হ্যালো বন্ধুরা,আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে জানায় স্বাগতম। আজ আপনাদের জানাবো বাংলাদেশের অন্যতম একজন মডেল ও অভিনেতা আরফান নিশো সম্পর্কে। অভিনয় জগতের একজন পরিচিত মুখ হলো আরাফান নিশো। বর্তমান সময়ের তরুণ দের মনে জায়গা করে নেওয়া একজন সফল অভিনেতা।তার করা প্রতিটি নাটক মানুষের মন ছুয়ে যায়।আজ আমরা আরফান নিশোর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো।
আরফান নিশো এ পর্যন্ত প্রায় ৮০০ টির ও বেশি নাটকে অভিনয় করেছেন।
এই অভিনেতাকে সকলেই আরফান নিশো নামে চিনলেও, তার আরো একটি ভালো নাম রয়েছে, তার সম্পূর্ণ নাম হলো আহমেদ ফজলে রাব্বি নিশো।এই নামটি অনেকের অজানা। তিনি অভিনয় জগতে পরিচিতি লাভ করেছেন আরফান নিশো নাম দিয়ে।তার জন্ম সাল হলো ১৯৮০ সালের ৮ ই ডিসেম্বর। তার বর্তমান বয়স ৪১ বছর। এই বিখ্যাত অভিনেতার জন্ম স্থান হলো টাঙ্গাইল জেলায়।আরফান নিশোর বাবার নাম আব্দুল হামিদ ভোলা মিয়া এবং তার মায়ের নাম হলো আঞ্জুমান আরা।তার পরিবারে আরো আছেন এক ভাই ও এক বোন।তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন।তিনি ক্যন্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালে পরলোকে গমন করে। আরফান নিশো অভিনয় জগতে পা রাখেন ২০০৩ সালে।এখন পর্যন্ত সফলতার সাথে তিনি দর্শকদের বিভিন্ন চরিত্রের নাটক, শর্টফ্লিম উপহার দিয়ে আসছেন।
আরফান নিশো ক্যারিয়ার জীবনের প্রথম নাটক ছিল কায়াকার।এই নাটকের মাধ্যমেই তার প্রথম নাটক জগতে আগমন হয়। তার বিভিন্ন চরিত্রে নাটক করার রয়েছে এক অন্যন্য প্রতিভা।তাকে যে চরিত্রেই নাটক করতে দেওয়া হোক না কেন, সেই চরিত্রেই নিজেকে সঠিকভাবে ফুটিয়ে তোলেন। তিনি খুবই ভালো মনের মানুষ।তিনি সকলের সাথেই ভালো ব্যবহার করতে পছন্দ করেন। তিনি মিডিয়া জগতে পদার্পণ করেন অমিতাভ রেজার বিজ্ঞানের মাধ্যমে। এই ভাবে আরো বিভিন্ন বিজ্ঞাপনে সুন্দর ভাবে কাজ করেছিলেন। বিজ্ঞাপন করার মাধ্যমে তার পরিচিত লাভ করতে থাকে। তার এই প্রতিভাকে কাজে লাগিয়ে কায়াকার নাটক করার সুযোগ দেওয়া হয়। তার করা সকল নাটক আস্তে আস্তে ব্যপক জনপ্রিয়তা পেতে শুরু করে। এর পর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয় নি। তার করা সকল নাটক মানুষের মন ছুয়ে যায়। যে কারনে বর্তমানে বাংলাদেশের নাটক জগতের অন্যতম একটি নাম হলো আরফান নিশো।
আরফান নিশো তিনি বাংলাদেশের যে সকল অভিনেত্রীর সাথে নাটক করে আসছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম হলো- মেহজাবিন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নুর, আনিকা কবির শখ, তাজনিন তিশা,তানহা তাসনিয়া সহ আরো অনেক অভিনেত্রীর সাথে তার উল্লেখযোগ্য নাটক রয়েছে। তিনি মেহজাবিন চৌধুরী ও তাজনিন তিশার সাথে বেশি পরিমাণে নাটক করেছেন।
আরফান নিশো ২০১৬ সালে টিভি সিরিয়ালে যোগ বিয়োগ নাটকে অভিনয় করার জন্য পেয়েছিলেন মেরিল প্রথম আলো সেরা পুরষ্কার। ২০১৯ সালে তিনি আরটিভি স্টার অ্যাওয়ার্ড পান।তিনি তার জীবনে বহু নাটক করেছেন। এখন আপনাদের জানাবো তার করা বিখ্যাত কিছু নাটকের নাম।তাহলে চলুন জেনে নেওয়া যাক।
আরফান নিশোর বিখ্যাত নাটকগুলো হলঃ
১. টম এন্ড জেরি
২. মানব জমিন
৩. প্রপোজ
৪. রোমিও জুলিয়েট
৫. আর্জেন্টিনা বনাম ব্রাজিল
৬. বুকের বা পাশে
৭. ডিয়ার বাংলাদেশ
৮. হানি বানি
৯. ককটেল
১০. চকলেট ম্যান
১১. ভুলতে পারিনা
১২. হ্যালো শুনছেন
১৩. ঢাকা টু দুবাই
১৪. ঘটক
১৫. তাকে ভালোবাসা বলে
১৬. বউ বাশঁ
১৭. দ্বিতীয় সূচনা
১৮. লতিফের বউ
১৯. প্রতিদিন
২০. লাফ
২১. বয়ফ্রেন্ড
২২. মেরুন
২৩. ছেলেরাও কাদেঁ
২৪. এক মুঠো প্রেম
২৫. মরিচিকা
২৬. ইম্পসিবল লাভ
২৭. কুয়াশা
২৮. দূরে দূরে
২৯. ভেজা ভেজা চোখ
৩০. তুমি জানো না
আরো পড়ুনঃ জেনে নিন মেহজাবিনের সম্পর্কে কিছু তথ্য
আরফান নিশো তার ক্যারিয়ার জীবনে প্রায় ৮০০+ নাটক করেছেন। এখনো তিনি নাটক করেই চলেছেন। তাই সব নাটকের নাম দেওয়া সম্ভব নয়, যে কারনে এখানে আপনাদের শুধুমাত্র ৩০ টি উল্লেখযোগ্য নাটকের নাম দেওয়া হল। আপনারা আরফান নিশো সকল নাটক দেখতে চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন।
পরিশেষে বলতে চায় আরফান নিশো নাট্য জগতে থাকা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তিনি দিন দিন সুন্দর-সুন্দর নাটক দেওয়ার মাধ্যমে গোটা দেশ ব্যাপী সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। আমরা চায় তিনি আরো দীর্ঘ সময় আমাদের নাটক উপহার দিয়ে যাবেন।আপনি যদি আরফান নিশোর ফেন হয়ে থেকেন তাহলে এই আরটিকেলটি আপনার জন্যই।আশাকরি যারা আরফান নিশো সম্পর্কে কোনো কিছু জানা ছিল না, তারা অনেক অজানা বিষয় জানতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আরো এমন নতুন নতুন আরটিকেল পড়তে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।