আসসালামু আলাইকুম বন্ধুরা। আশাকরি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে জানায় ডেইলি নিউজ টুয়েন্টি ফোর এর পক্ষ থেকে স্বাগতম। আজ আপনাদের জানাবো কপিরাইট ফ্রি ইমেজ সম্পর্কে। আপনাদের যদি ইউটিউব, ওয়েবসাইট ও অন্যান্য বিভিন্ন কাজের ক্ষেত্রে কপিরাইট ফ্রি ইমেজ এর প্রয়োজন হয়, তাহলে আপনারা কোথায় এবং কিভাবে ডাউনলোড করবেন, এই সকল বিষয় নিয়ে জানতে পারবেন খুব সহজেই। আপনি যদি কপিরাইট ফ্রি ইমেজ কিভাবে ডাউনলোড করবেন এই বিষয় জানতে এসেছেন তাহলে বলবো একদম সঠিক যায়গায় এসেছেন। তাই সঠিক ভাবে নিয়ম জানতে শেষ পর্যন্ত পড়তে থাকুন। বিভিন্ন যায়গায় স্কিপ করলে আপনাদের বুঝতে অনেক অসুবিধা হবে।
প্রথমে আমাদের জেনে রাখা উচিত কপিরাইট ইমেজ কি। গুগল কেন আমাদের ডাউনলোড করা ছবি বা ফটোতে কপিরাইট স্টাইক নিয়ে। এটির মূল কারন কি। তাহলে চলুন জেনে নেয়।
কপিরাইট ইমেজ কি
কপি বলতেই আমরা বুঝি অনুলিপি করা বা অন্যর তথ্য বা ডকুমেন্ট হুবহু নকল করা। গুগল এ সার্চ করলে আমরা অনেক ইমেজ বা ছবি দেখতে পাই। এই ইমেজ গুলো প্রত্যকেই নিজের কাজের জন্য তৈরি করে বিভিন্ন যায়গায় স্থাপন করে। এই ইমেজ গুলো যখন কেও ডাউনলোড করে নিজের জন্য ব্যবহার করে তখনই কপিরাইট আইনে ধরা পরে। তাহলে বলায় যায় অন্যর তথ্য চুরি বা নকল করায় হলো কপিরাইট।
কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবো যেভাবে
আপনারা চাইলেই গুগল থেকে ফ্রি কপিরাইট ইমেজ ডাউনলোড করতে পারবেন। সেজন্য আপনাদের প্রয়োজন কিছু টেকনিক। এই সকল টেকনিক্যাল বিষয় জানা থাকলে যেকোনো সময় ইমেজ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
এই সকল ইমেজ ইউটিউব এ ব্যবহার করতে পারবেন, ওয়েবসাইট সহ যেকোনো ব্যবসায়ী কাজে ব্যবহার করা যাবে।
Also Read: Admob একাউন্ট খোলার সঠিক নিয়ম ২০২২
গুগল থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। অথবা Crome ব্রাউজারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের আ্যপটিকে ডানপাশের থ্রি ডট এ ক্লিক কতে Desktop Site মুডে করে নিবেন।

অত:পর আপনারা গুগল এ যেভাবে ফটো সার্চ করেন ঠিক সেই ভাবে সার্চ করবেন। সার্চ করার পর ডানপাশে আপনারা একটি সেটিং দেখতে পাবেন। সেখানে আপনাদের ক্লিক করতে হবে।

সেটিংসে ক্লিক করার পর ডানপাশে বিভিন্ন সেটিংস এর সিস্টেম দেখতে পাবেন। সেখান থেকে আপনাদের Using Search অপশন এর Advance Search অপশন এ ক্লিক করতে হবে।

Advance Search এ ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি আসবে। এখান থেকে আপনারা সবার শেষে Usage Rights যেই আপশনটি দেখতে পাচ্ছেন, সেই অপশন এ ক্লিক করতে হবে। Usage Rights দ্বারা বুঝাচ্ছে আপনারা এই সকল ইমেজ গুলো কি কি ক্ষেত্রে ব্যবহারে অধিকার দিচ্ছে। এখানে আপনারা সকল নিয়ম গুলো দেখতে পারবেন।

এরপর No filtered by licence এ ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর বিভিন্ন শর্ত দেখতে পারবেন। শর্ত গুলোতে লেখা আছে আপনারা কি কি ক্ষেত্রে ফ্রি ইমেজ গুলো ব্যবহার করতে পারবেন। Advance Search গুগল কি কি ক্ষেত্রে ইমেজ ব্যবহার এ সুবিধা দিচ্ছে। সকল বিষয় গুলো এখান থেকে জানতে পারবেন।

আপনারা এখান থেকে সবার শেষে যেই অপশনটি রয়েছে, Free to use, Share or modify, even Commercially এই আপশনটি সিলেক্ট করে দিবেন। এই অপশন এ আপনাদের বুঝাচ্ছে আপনারা এই ইমেজ গুলো বাণিজ্যিকভাবে ব্যবহার, শেয়ার বা পরিবর্তন করার জন্য বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কোনো কপিরাইট আসবে না। তাই কোনো ধরনের সমস্যায় না পড়ার জন্য আপনার ডিরেক্ট এটাই সিলেক্ট করে Image option থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করে নিবেন।

Advance Search দেওয়ার পর দেখবেন আগে আপনারা যত গুলো ইমেজ দেখতে পাচ্ছিলেন তার অনেক গুলোই এখন আর নেই। যেগুলো শুধু আপনারা ফ্রি তে ব্যবহার করতে পারবেন সেই ফটো গুলোই আপনারা দেখতে পারবেন।
তাহলে এখন বুঝতেই পারছেন কিভাবে ফ্রি তে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করা যায়।
ঠিক এভাবেই আপনারা গুগল থেকে খুব সহজেই কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করে নিবেন।
আমাদের শেষ কথা
আপনাদের কাজে যদি কপিরাইট ইমেজ ব্যবহার করেন।তাহলে তা কিছুদিন দেখবেন ঠিক আছে। এরপর কিছুদিন পর বা কয়েক বছর পর এই সকল ইমেজ এর জন্য বিভিন্ন জটিল সমস্যা দেখা দিবে। যে কারনে আপনাদের প্রয়োজনে সব সময় কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলেই কোনো সমস্যার সৃষ্টি হবে না। আশাকরি আপনাদের এই আরটিকেলটি ভালো লেগেছে। আরো এমন নতুন নতুন আরটিকেল পড়তে আমাদের সাথেই থাকুন।
Writter: Dailynews24media Reporter
Photo : Collected