আসসালামু আলাইকুম বন্ধুরা। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে জানায় ডেইলি নিউজ টুয়েন্টি ফোর এর পক্ষ থেকে স্বাগতম। প্রতিদিনের মতই আজকেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি আরটিকেল নিয়ে। আমাদের আজকের বিষয় হলো নতুন ব্লগ সাইটে কিভাবে কন্টেন্ট লিখবো।
ব্লগিং এ কাজ করা এটা শুনতে যতটা সহজ কাজ করে সফল হওয়া ঠিক ততটাই কঠিন। নতুন যারা ব্লগিং এ কাজ করা শুরু করে তারা শুরুর দিকে খুবই আগ্রহের সাথে সময় নিয়ে কাজ করে, কিন্তু এর পরেও যখন বার বার চেষ্টা করেও সফল হতে পারে না ঠিক তখনি তাদের মাঝে দেখা দেয় অনাগ্রহ, কাজের কাজ এনার্জি হারিয়ে ফেলে। কিভাবে কাজ করবে এই সকল বিষয় নিয়ে নানান সমস্যা সৃষ্টি করে। এই ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার পিছনে মূল কারন হলো ব্লগিং সম্পর্কে সঠিল জ্ঞান না থাকা। কি ধরনের আরটিকেল লিখতে সেই বিষয় না জানার কারনে অচিরেই তার ব্লগিং করার স্বপ্ন হারিয়ে যায়।
আপনারা যেন এই ধরনের সমস্যায় না পড়েন। এই সমস্যায় যদি আপনি পড়ে থাকেন, তাহলে কিভবে এই সমস্যা থেকে উওরন পাবেন এই বিষয় নিয়েই আমাদের এই গোটা আরটিকেলটি লিখা।
আপনি যদি ব্লগিং শুরু করতে চান অথাবা আপনার যদি একটি ওয়েবসাইট থাকে। তাহলে সেখানে কেমন ধরনের কন্টেন্ট লিখবেন এটাই হলো আসল কথা। ব্লগিং করে সফলতা পেতে হলে প্রথমেই যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো নিয়মিত কন্টেন্ট রাইটিং করা। আপনি যদি ভাবেন আপনার সাইটে কয়েকটি মাত্র আরটিকেল লিখবেন,আর সেই কয়টা আরটিকেল দিয়ে সফলতা অর্জন করবেন এটা অযথাই একটি বেকার চিন্তা। কেননা আপনি কখনোই কয়েকটি পোস্ট দিয়ে সকলতা অর্জন করতে পারবেন না। সফলতা পেতে হলে নিয়মিত আরটিকেল লিখা জরুরি, সাথে সেই কন্টেন্ট গুলো SEO রিলেটেড হচ্ছে কিনা এটাও একটি দেখার বিষয়।
আপনারা কন্টেন্ট মানুষের কাছে তখনই আকর্ষণীয় হবে যখন আপনি তাদেরকে তাদের চাহিদা মত কন্টেন্ট উপহার দিতে পারবেন। আপনি যত সুন্দর করে কন্টেন্ট লিখতে পরবেন ঠিক তত বেশি ভিজিটর নিয়ে আসতে পারবেন। আর আপনার যত বেশি ভিজিটর হবে তত বেশি ইনকাম হবে, সাথে আপনি ব্লগিং করে সফলতাও অর্জন করতে পারবেন। তাহলে চলুন এখন জেনে নেয় কিভাবে আপনি কন্টেন্ট লিখবেন।
কন্টেন্ট কিভাবে লিখতে হয়
আমাদের আজকের মূল বিষয় হলো কন্টেন্ট কিভাবে লিখতে হয় এই বিষয় নিয়ে। কন্টেন্ট কিভাবে লিখতে হয় কিভাবে লিখতে হয় এই বিষয় এ জানার আগে আমাদের জেনে রাখা উচিত আপনি যে বিষয় এ কন্টেন্ট লিখবেন সেটির ভ্যালে কতটুকু। সেই কন্টেন্ট লিখলে অন্যজন পড়বে তো। আপনাদের প্রথমেই এই সকল বিষয় মাথায় রেখেই কাজ করতে হবে।আরো একটি কথা আপনি যদি শুধু যেমন তেমন করে কন্টেন্ট লিখে দিলেন তাহলেও আপনার তেমন কোনো লাভ হবে না। তাই আপনাদের প্রপার ভাবে লিখেই সফলতা নিয়ে আসতে হবে। তাহলে চলুন আপনি কিভাবে কন্টেন্ট লিখবেন জেনে নিন।
ব্লগিং কিসের ওপর শুরু করবেন?
নিদ্রিষ্ট একটি টপিক বাছায় করা
ব্লগিং এটা কোনো এক দুই দিনের কাজ নয়, এটা একটা দীর্ঘ মেয়েদি কাজ। তাই এখানে দীর্ঘ দিন থেকে কন্টেন্ট লিখতে হয়। আপনার কন্টেন্ট লিখার ওপরই নির্ভর করে আপনার সফলতা।
তাই আপনি যখন ব্লগিং শুরু করবেন অথাবা আপনার যদি ব্লগিং সাইট থাকে তাহলে সেখানে প্রথমেই আপনাকে মনে রাখতে হবে যে আপনার কন্টেন্ট গুলো যেন একটি বিষয় সম্পর্কিত হয়ে থাকে।
উদাহরণ হিসেবে, আপনারা মনে করুন, আপনি যদি একটি মোবাইল রিভিউ সাইটে প্রবেশ করেন। সেখানে আপনাদের ইচ্ছা থাকবে যত ধরনের নতুন মোবাইল লঞ্চ হয়েছে সেগুলোর রিভিউ থাকা। এতে আপনাদের মোবাইল সম্পর্কে বেশ নলেজ অর্জন হবে। আপনার চাহিদা মত সব কিছুই পাওয়াই প্রয়োজন হলেই আপনি বার বার সেই সাইটে আসবেন।
কিন্তু আপনাদের যদি মোবাইল রিভিউ সাইটে গিয়ে সব ধরনের বিনোদন মূলক বিষয় দেখতে পান এতে আপনার চাহিদা অনেকটা কমে যাবে। সেই সাইটে আপনি আর নাও যেতে পারেন। এতে আপনার বেশ মূল্যবান ভিজিটরটি হারিয়ে ফেলবেন।
তাই ব্লগিং করার জন্য নিদৃষ্ট একটি টপিক নির্বাচন করা খুবই জরুরি। আপনি যে বিষয়টি সম্পর্কে ভালো জানেন, আপনার অভিজ্ঞতা বেশি সেই বিষয় নিয়ে কাজ করা। এর ফলে আপনারা দীর্ঘ মেয়েদে কন্টেন্ট লিখতে পারবেন।
অভিজ্ঞতার সাথে কন্টেন্ট লিখুন
আপনি যেহেতু কন্টেন্ট রাইটার, তাই যখন কোনো কন্টেন্ট লিখবেন তখন অবশ্যই অভিজ্ঞতা অর্জন করার পর লিখা শুরু করবেন।
প্রথমে একটু ভেবে দেখুন তো মানুষ আপনার কন্টেন্ট কেন পড়বে। আপনার কন্টেন্ট পড়বে কারন তার এই বিষয় এ জ্ঞান কম রয়েছে। যদি তার আগে থেকেই এই বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে তাহলে কখনো কি আপনার কন্টেন্ট পড়তে আসতো। উত্তর হবে কখনোই আসতো না।
তাই আপনারা যখন কন্টেন্ট লিখবেন তখন সেই বিষয় প্রপার নলেজ নিয়েই লিখবেন। একজন ভিজিটর আপনার সাইটে আসবে নতুন কিছু জানার ও শেখার জন্য।তাই অন্য জন যেন আপনার কন্টেন্ট পড়ে উপকৃত হয় সেই বিষয় এ খেয়াল রাখতে হবে৷ যে কারনেই আপনাদের অভিজ্ঞতা অর্জন করে অভিজ্ঞতার সাথে কন্টেন্ট লিখতে হবে।
সব সময় সহজ ভাষায় লিখবেন
আপনি তো কন্টেন্ট লিখবেন অন্যদের বোঝানোর জন্য। তাই সব সময় চেষ্টা করবেন বিস্তারিত ভাবে ও সহজ ভাবে লিখতে। আপনি যদি সহজ ভাষায় না লিখেন এতে ভিজিটর এর বুঝতে সমস্যা হবে, ভিজিটর তো আর সরাসরি আপনার সাথে কথা বলে সমাধান করে নিতে পারবে না।
যে কারনেই সব সময় সহজ ভাষায় লিখতে হবে। ভিজিটর আপনার কথা গুলো খুব সহজে বুঝতে পারলে আপনার লিখা কন্টেন্ট টিও সার্থক হবে। অথাবা আপনি যদি শুধু কন্টেন্ট লিখেই যান ভিজিটর আপনার পোস্ট এর কিছুই বুঝতে না পারে এতে আপনার এত এত তথ্যর কন্টেন্ট লিখেও কোনো লাভ নাই।তাই আপনারা সব সময় সহজ ভাষায় কন্টেন্ট লিখবেন।
নিয়মিত কন্টেন্ট লিখুন
আমরা বিখ্যাত যে সকল সাইট দেখতে পায়, যেমন প্রথম আলো, ইত্তেফাক, ভোরের ডাক,যুগান্তর সহ আরো অনেক গুলো। সেগুলোতে দেখবেন তারা প্রতিদিন কন্টেন্ট লিখেন, কিছু সময় পর পর ই তাদের কন্টেন্ট পাবলিশ করে থাকে।
ব্লগিং এ সাকসেস হওয়ার অন্যতম উপায় হলো নিয়মিত কন্টেন্ট লিখা। আপনি প্রতিদিন কিছু সময় নিয়ে কন্টেন্ট লিখতে থাকবেন ও পাবলিশ করবেন। যখন আপনার সাইটে পোস্ট এর সংখ্যা অনেক হবে তখন দেখবেন অটোমেটিক অনেক ইউজার আপনার সাইট খোজাখুজির মাধ্যমে চলে আসবে। তাই আপনারা নিয়মিত কন্টেন্ট লিখবেন।
আমাদের শেষ কথা
পরিশেষে বলতে চায় আপনারা ব্লগিং করে সফল হতে চাইলে অবশ্যই সুন্দর ভাবে ও সকল নিয়ম কানুন মেনে কন্টেন্ট লিখার চেষ্টা করবেন। আপনার কন্টেন্ট যদি সুন্দর হয় ও ভালো হয় তাহলে অবশ্যই আপনারা ব্লগিং করে সফল হতে পারবেন। তাই ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজ করুন। একদিন সফলতা আপনার হাতে ধরা দিবেই।
তাই আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে বার বার আমার এই আরটিকেলটিকে মনযোগ সহকারে পড়ুন।আজ এ পর্যন্তই। আশাকরি আপনাদের এই আরটিকেল ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আরো এমন নতুন নতুন আরটিকেল পড়তে চাইলে আমাদের সাথেই থাকুন।