আসসালামু আলাইকুম বন্ধুরা। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আছি, আমি সবুজ। আপনাদের সকলকে জানায় Dailynews24media এর পক্ষ থেকে স্বাগতম। ডেইলি নিউজ টুয়েন্টি ফোর মিডিয়ে প্রতিদিনের মত আজকেও আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি বিষয়। আজকের বিষয় হলো “ইউটিউবে কি কি ভিডিও তৈরি করলে ভালো হবে।

যারা অনলাইনে কাজ করেন, তারা প্রত্যেকেই চায় অনলাইন থেকে ইনকাম করতে। যে কারনে বিভিন্নজন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। অনলাইনে ইনকামের অন্যতম একটি মাধ্যম হলো ইউটিউব। ইউটিউবে কাজ করে মানুষ মাসেই ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা। আবার যারা নতুন ভাবে ইউটিউব এ কাজ করতে চাচ্ছেন, কিন্তু অনেক কাজ করেও সফল হতে পারছেন না ও আপনার ভিডিওতে ওয়াচ টাইম বাড়ছে না ও সাবস্ক্রাইব পাচ্ছেন না। এই সকল বিষয় হওয়ার পিছনে রয়েছে অনেক কারন। যে গুলো আপনি সঠিকভাবে না করলে আপনি যতই কাজ করুন না কেন, তবুও কোন আশানুরূপ সাফল্য অর্জন করতে পারবেন না। আপনারা এই সকল বিষয় এ সফল হবেন কিভাবে এগুলোও জানানো হবে।

ইউটিউবে কাজ করার আগে আপনারা কিভাবে কন্টেন্ট তৈরি করবেন। কোনো বিষয় এর উপর কন্টেন্ট তৈরি করবেন, কেমন কন্টেন্ট তৈরি করবেন এই সকল বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও সবাই সকল বিষয় এ দক্ষ নয়। কেও যদি রান্না করতে ভালোবাসা অন্যজন আবার খেলাধুলা করতে ভালোবাসা আবার অন্যজন পড়াশোনা করতে ভালোবাসে। সকলরেই দক্ষতা এক এক দিক থেকে আলাদা আলাদা। তাই সবাই সকল বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন না।কিন্তু আমরা সকলেই জানি কন্টেন্ট হলো সকল কিছুর রাজা। তাই ইউটিউবে কাজ করার আগে কন্টেন্ট ও আপনার বিষয় সম্পর্কে জানতে হবে।

আপনারা এত সকল বিষয় এ কিভাবে দক্ষ হবেন, এই সকল বিষয় এ আমরা গভীর ভাবে রিসার্চ করেছি। এখানে আমরা খুজে বের করেছি আপনারা যেসকল বিষয় এর উপর কাজ করে সহজেই সফল হতে পারবেন।

তাহলে চলুন বন্ধুরা জেনে নেয়, কিভাবে আমরা ইউটিউব এ সফল হতে পারবো।

ইউটিউবে যেসকল বিষয়ের ওপর ভিডিও তৈরি করবেন

একটি ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ। কিন্তু সেই চ্যানেলকে র‍্যাংক করানো অনেক কষ্টকর। আবার অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো অল্প কিছুদিনেই ইউটিউবে ভালো অবস্থান করে নেয়। ইউটিউবে ভালো স্থান করে নিতে সাহায্য করে আপনার তৈরি করা ভিডিও গুলো। আপনি কেমন ভিডিও দিচ্ছেন সেটির উপরেই নির্ভর করবে আপনার সফলতা। যে কারনে কোন বিষয় এর ওপর ভিডিও দেবান সেটা নির্বাচন করা খুবই জরুরি। তাহলে চলুন নিচে জেনে নেয়, কোন বিষয় এর উপর ভিডিও তৈরি করবেন।

Latest Product Review

মানুষ সব সময় নতুন নতুন বিষয় জানতে আগ্রহী। তাই আপনারা বিভিন্ন ধরনের প্রডাক্ট নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। যেমন Unboxing Video তৈরী করতে পারেন।

Unboxing video হলো নতুন নতুন প্রডাক্ট নিয়ে সেই গুলোর ভিডিও তৈরি করা। যে প্রডাক্ট সম্পর্কে ভিডিও তৈরি করবেন, সেই বিষয় এ আপনি আগে ভালোভাবে ধারণা নিয়ে ভিডিও তৈরি করবেন।

Note: আপনারা যে বিষয় নিয়ে ভিডিও কাজ করা শুরু করবেন, সেই চ্যানেল এ শুধু সেই বিষয়ক ভিডিও আপলোড করবেন। আপনারা যদি একটি চ্যানেল এ সকল ধরনের ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে এসে মানুষ সন্তুষ্ট হবে না। তাই এই বিষয় টি মাথায় রাখতে হবে যে, আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয় সম্পর্কিত ভিডিও দেবেন। তাহলেই একজন ভিউয়ার আপনার সাইটে সন্তুষ্ট হবে এবং আপনিও অনেক ওয়াচ টাইম পেয়ে যাবেন।

মোটিভেশনাল ভিডও তৈরি করা

আপনি যদি অল্প সময়েই ভালো অবস্থান এ যেতে চান তাহলে মোটিভেশানাল ভিডিও নিয়ে কাজ করতে পারেন। মানুষ নানান ভাবেই নানা মানষিক সমস্যা, বা অনুপ্রেরণা, উপদেশ খুবই পছন্দ করেন, যে কারনে আপনি যদি ভালো ভালো মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারেন তাহলে অল্প দিনেই ভালো পরিমাণে সাবস্ক্রাইবার ও ওয়াচ টাইম পেয়ে যাবেন।

প্রথম দিকে আপনারা ইউটিউবে ছোট ছোট মোটিভেশনাল ভিডিও দেবেন। যেন ভিডিও গুলো ১ মিনিটের বেশি হয়।মোটিভেশনাল ভিডিও সকলের প্রিয়। তাই আপনারা চাইলে এই বিষয়টি কাজ করতে পারেন।

পড়াশোনার বিষয়

পৃথিবীতে সবাই পড়াশোনা করে। সকলেরই সকল বিষয় এ কিছু না কিছু সমস্যা রয়েছেই। তারা এই সমস্যা সমাধান করার জন্য ইউটিউব বা গুগল এ কাজ করে থাকে। প্রতিনিয়ত মানুষ শেখার জন্য ইউটিউবে সার্চ করে।

তাই আপনারা শিক্ষা নিয়ে কাজ করতে পারেন। যেমন ধরুন আপনি যে সকল বিষয় দক্ষ। সেই বিষয় এর ওপর একটি চ্যানেল খুলে ভিডিও দিতে পারেন। যারা টিউশনি করান তারা একটি শিক্ষনীয় চ্যানেল খুলে কাজ করতে পারেন।

রান্না তৈরি করার ভিডিও

যারা রান্না করতে ভালোবাসেন। বিভিন্ন ধরনের রান্নর রেসিপি জানেন। তাহলে আপনি একটি কুকিং চ্যানেল খুলতে পারেন। এখানে আপনি প্রতিদিন বাড়িতে বসেই রান্নার ভিডিও দিতে পারবেন।

নতুন নতুন রেসিপির খাবার রান্নার জন্য মানুষ ইউটিউব কে বেছে নেয়। তাই আপনারা এই বিষয় নিয়ে কাজ করতে পারেন। আশাকরি অল্প দিনেই সফলতা পাবেন।

খেলাধুলা বিষয়ক চ্যানেল

ছোট বড় সকলেই খেলাধুলা করতে ও দেখতে ভালোবাসেন। তাই আপনারা খেলাধুলা বিষয় সম্পর্কিত ভিডিও বানাতে পারেন। আপনার ভিডিও গুলো হতে পারে খেলাধুলা করার টিপস নিয়ে। লাইভ খেলাধুলার ভিডিও নিয়ে। খেলাধুলার সরঞ্জাম নিয়ে। খেলাধুলা বিষয়টা কিন্তু খুবই ব্যাপক।পৃথিবীতে নানান ধরনের খেলাধুলা রয়েছে। তাই আপনারা সকল ধরনের খেলাধুলা নিয়েই ভিডিও বানাতে পারবেন।

বিনোদনমূলক চ্যানেল বানানো

পৃথিবীতে সবাই বিনোদন করাকে খুবই ভালোবাসে। মন ভালো করার জন্য ছোট বড় সকলেই বিনোদনমূলক ভিডিও দেখেন। প্রতিনিয়ত বিনোদনের প্রতি মানুষের চাহিদা বেড়েই চলেছে। যে কারনে মানুষ নিত্যনতুন ভিডিও তৈরি করছে। নতুন নতুন হাসির চ্যানেল তৈরি হচ্ছে। আপনি মানুষকে যত বেশি হাসাতে পারবেন তত বেশি মানুষ আপনাকে পছন্দ করবে। আপনারা চ্যানেলে বিনোদনের জন্য বার বার সার্চ করবে। তাই বলতে পারি আপনারা রসিক প্রিয় মানুষ হলে বিনোদন মূলক ভিডিও বানাতে পারেন।

স্বাস্থ্য বিষয়ক ভিডিও

সকলেই নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখতে সব কিছু করতে পারে। কারন আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই মানুষ ছোট খাট সমস্যার জন্য ইউটিউবে পরামর্শ গ্রহণ করে থাকে।

তাই আপনারা স্বাস্থ্য বিষয়ক টিপস বা উপদেশ মূলক ভিডিও দিতে পারেন। আশাকরি এই বিষয় নিয়ে কাজ করলে অল্প দিনেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন।

আমাদের শেষ কথা

ইউটিউব এ কাজ করার জন্য আপনি যে বিষয় এ দক্ষ সেই বিষয় নিয়ে কাজ করুন। কারন আপনি যদি আলাদা আলাদা বিষয় নিয়ে কাজ করেন, তাহলে একসময় আপনার আইডিয়া হারিয়ে যাবে। আপনি নতুন কিছু ভেবে পাবেন না।

আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে উপরের উল্লেখিত বিষয় এ কাজ করতে পারেন। তাহলে আপনারা অল্প দিনেই সফল হতে পারবেন।

আশাকরি আপনাদের এই আরটিকেলটি ভালো লেগেছে।আরো এমন নতুন নতুন আরটিকেল পড়তে চাইলে আমাদের সাথেই থাকুন।ধন্যবাদ।

Writter: Youtuber Nur