হ্যালো বন্ধুরা, আশাকরি আপনারা সকলেই ভালো আছেন।ডেইলি নিউজ ২৪ মিডিয়া এর পক্ষ থেকে জানায় স্বাগতম। আজ আপনাদের জানাবো বাংলাদেশের বিখ্যাত ১০ টি মেডিকেল কলেজ সম্পর্কে।

বর্তমান পৃথিবীতে সকল পেশার মধ্য ডাক্তারি পেশা হলো একটি অন্যতম পেশা।সকলেই চাই এই পেশায় যোগদান করে মানবকল্যনে সহায়তা করা।এতে রয়েছে প্রচুঁর পরিমাণে মানুষের মর্যাদা ও ভালোবাসা। মানুষকে সেবা প্রদান করায় হলো এই পেশার মূল উদ্দেশ্য। ছোট বেলা থেকে নিজের জীবন নিয়ে কাওকে জিজ্ঞেস করা হলে, তার উওরেই থাকে, ডাক্তার হবো, নইলে ইঞ্জিনিয়ার হবো।বাবা মায়ের ও স্বপ্ন থাকে তার সন্তান একজন ভালো ডাক্তার হয়ে, মানুষের সেবা করবে।
আজকের শিশুরাই আগামী দিনের ডাক্তার হবে।যে কারনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মেডিকেল কলেজ গুলো। বাংলাদেশে রয়েছে অনেক গুলো সরকারি ও বেসরকারি কলেজ। তাহলে চলুন জেনে নেয় বাংলাদেশের বিখ্যাত ১০ টি মেডিকেল কলেজ সম্পর্কে।

বিখ্যাত ১০ টি কলেজের নাম হলো।

  • ঢাকা মেডিকেল কলেজ
  • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
  • শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
  • চট্টগ্রাম মেডিকেল কলেজ
  • ময়মনসিংহ মেডিকেল কলেজ
  • রাজশাহী মেডিকেল কলেজ
  • কুমিল্লা মেডিকেল কলেজ
  • শেরে বাংলা মেডিকেল কলেজ
  • বাংলাদেশ মেডিকেল কলেজ
  • রংপুর মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ


বাংলাদেশের অন্যতম একটি কলেজে হলো ঢাকা মেডিকেল কলেজ। বিদেশী শিক্ষার্থীরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করতে আসে। ১৯৪৬ সালে এই কলেকটি প্রতিষ্ঠা করা হয়।যারা মেডিকেল এ ভর্তি হতে চাও তাদের জেনে রাখা উচিত, ঢাকা কলেজে আসন সংখ্যা মোট ২০০ টি। এই ২০০ টি সিটের মধ্যে ২০ টি সিট রয়েছে বিদেশী শিক্ষার্থীদের জন্যও। এই কলেজ টি অবস্থিত ঢাকার সেক্রেটারিয়েট এ।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ


বাংলাদেশের রাজধানী ঢাকায় মোট মেডিকেল কলেজের সংখ্যা মোট ১০ টি। এগুলোর মধ্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অন্যতম। এটি অবস্থিত ঢাকার বুড়িগঙ্গা নদী তীরে। এটি প্রতিষ্ঠা করা হয় ১৮৫৫ সালে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ


সরকারি কলেজের মধ্যে এই কলেজ টি খুবই বিখ্যাত। এখানে পরিবেশ ও অনেক মনোরম।প্রতি বছরই দক্ষতার অনেক ডাক্তার তৈরি করে আসছে। এই কলেজটিও ঢাকায় অবস্থিত। এটি ঢাকার শের-ই বাংলা নগর এ অবস্থিত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ


শিক্ষা পিঠের আরেকটি স্থান হলো চট্রগ্রাম। চট্রগামে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত করা হয় ১৯৫৭ সালে।এখানে এমবিবিএস শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।এই কলেজে প্রতি বছর ২৫০ জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ


ময়মনসিংহ এর অন্যতম কলেজ হলো হলো মেডিকেল কলেজ।ময়মনসিংহ এ মেডিকেল কলেজটি স্থাপিত করা হয় ১৯২৪ সালে। এখানে ৫ বছর কোর্সে এমবিবিএস এর সুবিধ রয়েছে।এই কলেজের মোট শিট সংখ্যা ২৩০ টি।এর মধ্যে ৩০ টি আসন সংখ্যা রয়েছে বিদেশি শিক্ষার্থীদের জন্য। এই কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে।

আরো পড়ুন:জেনে নিন পড়ায় মনোযোগী হওয়ার উপায়।

রাজশাহী মেডিকেল কলেজ


বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্য একটি অন্যতম বিখ্যাত কলেজ হলো রাজশাহী মেডিকেল কলেজ। এই কলেজটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৫৮ সালে। সঠিক শিক্ষা ও উচ্চমানের চিকিৎসা প্রদানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কলেজটি। অসহায় মানুষের সেবায় এগিয়ে আসেতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে এই কলেজটি। এই কলেজে ভর্তির আসন সংখ্যা রয়েছে মোট ২০০ টি। এই কলেজটি কোনো কলেজের অন্তর্ভুক্ত নয়।

কুমিল্লা মেডিকেল কলেজ


বাংলাদেশের সরকারি কলেজ গুলোর মধ্যে অন্যতম হলো কুমিল্লা মেডিকেল কলেজ। এই কলেজটি স্থাপিত হয়েছে কুমিল্লার কুচাইতলি গ্রামে।এই কলেজের স্থাপিত সাল হলো ১৯৭৯।
এখানে আপনারা পাঁচ বছর শিক্ষা গ্রহণ করে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে পারবেন।

শে-রে বাংলা মেডিকেল কলেজ


দক্ষিণ অঞ্চলের বরিশালে অবস্থিত এই কলেজটি।এই কলেজটি এখনো ঢাকা কলেজের অন্তর্ভুক্ত রয়েছে।বরিশালের ওই কলেজটি স্থাপিত হয় ১৯৬৮ সালে।এই কলেজে হাতে কলমে শিক্ষা দেওয়ার ও ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ মেডিকেল কলেজ


বাংলাদেশ বিখ্যাত এই কলেজটি অবস্থিত ঢাকার ধানমন্ডিতে।এই কলেজের শিক্ষা কার্যক্রম ইংরেজিতে করা হয়।তাছাড়াও এটি বেসরকারি কলেজ। সকল বেসরকারি কলেজের মধ্যে এটিই প্রথম বেসরকারি কলেজ ছিল।এই কলেজটি স্থাপিত হয় ১৯৮৮ সালে।এই কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালনা করা হয়ে থাকে।

রংপুর মেডিকেল কলেজ


উত্তরবঙ্গের মানুষের সেবা প্রদানকারী অন্যতম কলেজ হতে রংপুর মেডিকেল কলেজ। উত্তরবঙ্গের শেষের মেডিকেল কলেজ হলো এটি। উত্তরবঙ্গের বিশাল শিক্ষাঙ্গন হলো এই কলেজটি । এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে।

শেষ কথা


সকল মানুষের জীবনেই কিছু না কিছু লক্ষ্য থাকে।প্রত্যকের উচিত সেই অনুযায়ী নিজেকে তৈরি করা।আপনি যদি মনে প্রানে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন তাহলে, সব কিছু ভুলে পড়াশোনায় কঠোর ভাবে মনোযোগী হন। মেডিক্যাল পড়তে অনেক ভালো রেজাল্ট প্রয়োজন হয়। যে কারনে আপনাকে সেভাবে তৈরি করুন।আপনাদের এখানে আমার বাংলাদেশের সেরা দশটি কলেজের নাম দেওয়া হলো। আপনার লক্ষ্য ঠিক রেখে পড়াশোনা করুন। তাহলে কোনো কিছুই অসম্ভব বলে মনে হব না।আশাকরি আপনারা এই সকল তথ্য জানতে পেরে অনেক উপকৃত হয়েছেন।আরো এমন নতুন নতুন আরটিকেল পড়তে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।