আসসালামু আলাইকুম বন্ধুরা আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে জানায় ডেইলি নিউজ টুয়েন্টি ফোর এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি বিষয়। আজকের বিষয় হলো কম্পিউটার টাইপিং নিয়ে। আজকে আপনাদের জানাবো আপনারা কিভাবে খুব সহজেই বাংলা ও ইংরেজিতে টাইপিং করতে পারবেন।

কম্পিউটার টাইপিং করা আপনাদের কাছে খুব কঠিন ও ভেজাল মনে হতে পারে। যারা নতুন কম্পিউটার টাইপিং শেখে তাদের মনে প্রথমেই যে প্রশ্নটি আসে এত বড় কী-বোর্ড না দেখে কিভাবে লিখবো। আমি কি সকলের মতই খুব তারাতারি লিখতে পারবো। তাহলে আমি গেরান্টি দিয়ে বলছি আপনারা চাইলেই সকলের মতই খুব তারাতারি লিখতে বা টাইপিং করতে পারবেন।সে জন্য আপনাদের প্রয়োজন কী-বোর্ড এর সকল কী সম্পর্কে সঠিকভাবে জানা, এবং পূর্ণাঙ্গ ধারণা রাখা। কোন আংগুল দিয়ে কোন কী চাপাতে হবে, আঙ্গুল গুলোকে কী-বোর্ড এর কোথায় রাখতে হবে।

আপনারা যদি এই সকল ছোট্ট বিষয়টি মাথায় রাখতে পারেন, তাহলে আপনিও হয়ে যাবেন একজন দক্ষ টাইপার। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাংলা টাইপিং কিভাবে শুরু করবেন ও কিভাবে লিখবেন এই সকল বিষয় নিয়ে।

প্রথমেই বাংলা কী-বোর্ড সম্পর্কে পরিচিতি লাভ করে নেয়।

বাংলা লিখার জন্য কোন কী-বোর্ড অ্যাপ প্রয়োজন হবে।

কম্পিউটারে লিখার জন্য বেশ কয়েকটি অ্যাপ তৈরি হয়েছে। এই সকল বিভিন্ন অ্যাপের মধ্যে সর্বাধিক ব্যবহৃত অ্যাপ হলো বিজয় বায়ান্ন অ্যাপ ও অভ্র অ্যাপ। এই দুটোর মধ্যে আবার সর্বাধিক ব্যবহৃত অ্যাপ হলো বিজয় বায়ান্ন অ্যাপ। তাই আপনারা বাংলায় সহজে লিখার জন্য বিজয় বায়ান্ন আ্যপটি আপনারা কম্পিউটারে ইন্সটল বা সেট আপ করে নিবেন।

বাংলা টাইপিং কিভাবে করবেন

বাংলা টাইপিং করার জন্য প্রথমেই আপনাদের প্রয়োজন কি বোর্ড এর সকল কী গুলোর সাথে পরিচয় লাভ করে নেওয়া। কী-বোর্ড এর সাথে পরিচিত যত বেশি হবে টাইপিং করতে তত সুবিধা হবে। বাংলা টাইপিং করার জন্য কী-বোর্ড মুখস্থ করা খুবই প্রয়োজন। বাংলা টাইপিং লিখার স্পিড নির্ভর করে কী-বোর্ড মনে রাখার উপর।

তাহলে চলুন এখন জেনে নেয় বিজয় বাহান্ন কি-বোর্ড এ কোন কী দিয়ে কোন বর্ন লিখতে হয়। কারন একটি কী তে রয়েছে দুটি করে বর্ন। এই দুটো বর্ন লিখার জন্য SHIFT চেপে বর্ন লিখতে হয়।

Also Read : অফিসিয়াল ও আন অফিসিয়াল ফোন কিভাবে চিনবো

Microsoft Office, Microsoft PowerPoint সহ আরো বিভিন্ন যায়গায় বাংলা লিখার জন্য প্রথমে আপনাদের Sutony mj ফ্রন্ট সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাদের CTRL+ALT+B এই কী গুলো একসাথে চাপতে হবে। এটা চাপার পর কী-বোর্ড এর মধ্যে থেকে ( J ) সুইচটি চেপে দেখতে হবে স্কিনে আপনার (ক) লিখা টা আসছে কিনা। যদি (ক) লিখা আসে তাহলে বুঝতে হবে বিজয় বায়ান্ন অ্যাপ দিয়ে লিখার জন্য আপনার কী-বোর্ড টি একদম প্রস্তুত আছে।

এখন আপনার Keyboard এর কোন Key চেপে কোন বর্ন লিখতে হয়,এই সকল বিষয় জানতে পারবেন।

আপনাদের বুঝার সুবিধার্থে সিরিয়ালি সব গুলো বর্ন লিখার প্রসেস দেখানো হল।

স্বরবর্ণ

SHIFT + F = অ

G + F = আ

G + D = ই

SHIFT + D = ঈ

G + S = উ

SHIFT + S = ঊ

G + A = ঋ

G + C = এ

SHIFT + G = ঐ

X = ও

SHIFT + G = ঔ

ব্যঞ্জনবর্ণ

এখন আপনাদের জানাবো ব্যঞ্জনবর্ণ লিখতে কোন Keyword এ কোন গুলো বর্ন রয়েছে। আপনাদের সকলেই অবগতির জন্য জানানো হচ্ছে, একটি Key তে যেহেতু ২ টি করে বর্ন রয়েছে তাই, দুটি বর্ন লিখতে প্রতি ক্ষেত্রেই একটি বর্নের জন্য SHIFT ও সেই কী টি অবশ্য একসাথে চেপে টাইপিং করতে হবে। এখন আপনাদের জনিয়ে দেব Key গুলো সম্পর্কে।

J = ক,খ (Shift + J = খ)

O = গ,ঘ

Q = ঙ

Y = চ,ছ

U = জ,ঝ

I = ঞ

T = ট,ঠ

E = ড,ঢ

B = ন/ ণ

K = ত, থ

L = দ,ধ

R = প,ফ

H = ব,ভ

M = ম

W = য

V = র,ল

M = শ

N = স, ষ

I = হ

P = ড়,ঢ়

Q = ং

কার সমূহ

F =া

C = ে

D = ি

Shift + D = ী

S = ু

Shift + S = ূ

Shift + C = ৈ

A = ৃ

Z = ত্রফলা

Shift + Z = ্য

বিজয় বায়ান্ন কী-বোর্ড এ লিখার জন্য আপনাদের এই সকল তথ্য গুলো মনে রাখতে হবে। এই সকল কী এর মাধ্যমেই Sutony mj দিয়ে বাংলায় খুব সহজেই টাইপিং করা যায়। তাই টাইপিং এ দক্ষ হতে চাইলে আপনারা কী-বোর্ড টিকে ভালো ভাবে মুখস্থ করে নেবেন, সাথে কিবোর্ড না দেখে লিখা শুরু করে দিবেন। আশাকরি আপনারাও সকলের মতই খুব তারাতারি টাইপিং এ দক্ষতা অর্জন করে ফেলবেন।

Writter : Dailynews24media Reporter

Photo :Collected