আসসালামু আলাইকুম বন্ধুরা। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে জানায় ডেইলি নিউজ টুয়েন্টি ফোর মিডিয়া এর পক্ষ থেকে স্বাগতম। আজ আপনাদের মাঝে আমি আছি ফয়সাল হোসেন। আজকে আপনাদের জানাবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে।

আজকে আপনারা জানতে পারবেন কিভবে সঠিকভাবে একটি ফাইবার একাউন্ট খুলবেন। সকল ধাপ গুলো কিভাবে পূরন করবেন।বলতে একদম হাতে কলেমে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সব কিছুই বুঝিয়ে দেওয়া হবে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেয় যেভাবে আমরা একটি ফাইবার একাউন্ট খুলবো।

প্রথমেই জেনে নিই কেন আমরা ফাইবার একাউন্ট খুলবো।

বর্তমান বিশ্বের সরচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস হলো ফাইবার। ফাইবারে আমরা সকলেই কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো। দেশি বিদেশি সকল ক্লাইন্টরা তারা কাজ করিয়ে নেওয়ার জন্য ফাইবারের মাধ্যমেই বায়ারকে খুঁজে নেয়। এটি একটি শতভাগ বিশ্বাসযোগ্য প্লাটফর্ম। যে কারনে যাদের ইচ্ছা আছে চাকুরী, ব্যবসা,বা অন্যান্য কাজের পাশাপাশি পারটাইম হিসেবে কাজ করতে তারা চাইলেই এখানে কাজ করতে পারেন। অনেক মানুষ এটাকে নিজের ক্যারিয়ার হিসেবে গড়ে তুলেছে। যে কারনেই আমরাও নিজের উন্নয়নের জন্য হলেও এই একাউন্ট খুলবো।নিচে এর কার্যপ্রণালি দেখানো হয়েছে।

ফাইবার একাউন্ট খুলবেন যেভাবে।

একাউন্ট খোলার জন্য প্রথমেই আমাদের যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে।প্রবেশ করার পর গুগল এ সার্চ করতে হবে “fiverr” লিখে। ফাইবার লিখে সার্চ করার পর টেব এর প্রথমেই দেখতে পাবেন একটি ফাইবার সাইট।আপনাদের সুবিধার্থে লিংকটি দিয়ে দেওয়া হল।
www.fiverr.com

ফাইভার ডটকম এ প্রবেশ করার পর একটি ফাইবার পেজ দেখতে পাবেন। সেখান আপনারা বাম পার্শে একটি থ্রি রো দেখতে পাবেন। সেখানে আপনাদের ক্লিক করতে হবে। সেখানে আপনারা বিভিন্ন অপশঅন দেখতে পাবেন যেমন জয়েন ফাইবার, সিগ ইন,ব্রাউজ ক্যাটাগরি, আরো বিভিন্ন অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনারা Join Fiverr এ প্রবেশ করবেন।

Join Fiverr এ ক্লিক করার পর এখানে আপনারা কয়েকটি মাধ্যম দেখতে পাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা ফাইবার একাউন্ট খুলতে পারেন। যেমন ফেসবুক একাউন্ট ব্যবহার করে,জিমেইল একাউন্ট ব্যবহার করে,অথবা আ্যপেল একাউন্ট এর মাধ্যমে। এই গুলোর মধ্যে সব গুলোই ভালো কন্তু সকলের মতেই জিমেইল দিয়েই একাউন্ট খোলা সব থেকে ভালো। তাই আমিও বলবো আপনারা জিমেইল দিয়েই একাউন্ট তৈরি করবেন। তাহলে এখন জিমেইল এ ক্লিক করুন।

আরও পড়ুন:http://বাংলাদেশ ও সাইবার নিরাপত্তা হ্যাকিং

জিমেইল এ ক্লিক করার পর আপনাকে একটি জিমেইল একাউন্ট বসাতে হবে। যেটি দিয়ে আপনার একাউন্টটি ব্যবহার করবেন। তাই আপনার জিমেইলটি কে আগে থেকেই মজবুত করে নিবেন অর্থাৎ রিকোভারি অন করে রাখবেন, টু স্টেপ চালু করে রাখবেন। তাহলে কখনো আপনার একাউন্ট হারিয়ে গেলেও আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।

জিমেইল একাউন্ট দেওয়ার পর আপনাকে যে পেজে নিয়ে নিয়ে আসবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই হুটহাট করে এখানে কোনো কিছুই না করা ভাল। এখানে আপনারা আপনাদের জিমেইলটি দেখতে পাবেন এবং সাথে আপনাকে ইউজার নেম দিতে বলা হবে। এখানে আপনি নিজের নাম ব্যবহার করবেন। কারণ ক্লাইন্ট যখন কাজ দেবে আপনাকে তখন আপনার বিষয় জানবে তারপর আপনাকে কাজ প্রদান করবে। এখানে সর্বনিম্ন ৬ অক্ষরের মধ্যে নামটি আপনাকে দিতে হবে। আপনার নামে যদি কেও একাউন্ট খুলে থাকে, তাহলে সেই নামটি আপনার গ্রহণ করতে নাও পারে। তাই সেখানে শেষ থেকে কিছু পরিবর্তন করে নিতে পারেন,অথবা চাইলে যেকোনো নাম্বার ব্যবহার করতে পারেন। সঠিক ভাবে নাম দেওয়া হয়ে গেলে আপনি Join বাটনে ক্লিক করবেন।

Join বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি ফাইবার এর মেম্বার এ অন্তর্ভুক্ত হবেন।অর্থাৎ আপনার ফাইবার একাউন্ট খোলা হয়ে গেছে।এভাবেই আপনারা সহজেই ফাইবার একাউন্ট খুলবেন।

গিগ তোলা


আপনার একাউন্ট খোলা হয়ে গেলেই আপনি, যে কাজ পাবেন এমন কোনো কথা নেই।কাজ পেতে হলে আপনাকে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।প্রথমত আপনার একাউন্ট এর প্রফাইল সেট আপ করে নিতে হবে। আপনি কি কি বিষয় এ অভিজ্ঞতা অর্জন করেছেন সেই সকল বিষয় সেখানে তুলে ধরবেন।

আপনি যে বিষয় এ অভিজ্ঞ সেই বিষয় এর উপর আপনাকে ছবি সেট করে, ফাইবার মার্কেট প্লেসে গিগ তুলবেন। যখন কোনো বায়ার আপনাকে কাজ দিতে যাবে তখন আপনার গিগে তোলা সকল কিছুই দেখবে। সেখানে আপনি কত ডলার হলে কাজ করে থাকেন। কত ডলার হলে অন্যর কাজ করে দিবেন। কত দিনের মাঝে আপনি কাজের ডেলিভারি দিবেন সব কিছুই নির্দেশ করে গিগ। গিগি দেওয়া মানে আপনার অভিজ্ঞতা তুলে ধরাও বোঝায়।

Note

আশাকরি আপনারা এখন সহজেই মোবাইল ফোন দিয়েই ফাইবার একাউন্ট খুলতে পারবেন। যদি কখনো দেখেন আপনার ফাইবার একাউন্ট এপ্রুভ পেতে সমস্যা হচ্ছে, সে ক্ষেতে কম্পিউটারের মাধ্যমে ফাইবার একাউন্ট খুলে নিতে পারেন।এখানে একাউন্ট এপ্রুভ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

ছবি: সংগৃহীত। লেখক : লাবণ্য প্রভা