আসসালামু আলাইকুম বন্ধুরা। আশাকরি আপনারা সকলেই ভালোই আছেন। আপনাদের সকলকে জানায় ডেইলি নিউজ টুয়েন্টি ফোর এর পক্ষ থেকে স্বাগতম। আপনাদের মাঝে আমি আছি পায়েল।আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। যেটির মাধ্যমে আমরা চাইলে একটি সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারি। আজকের বিষয় হলো SCO শিখে ইনকাম করার উপায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয় নিয়ে।
SEO শেখার আগে প্রথমে আমাদের SEO সম্পর্কে সম্পুর্ন জ্ঞান অর্জন করতে হবে। SEO হলো খুবই বিস্তৃত ও ব্যপক পরিসরের বিষয়। SEO এমন একটি ইনকাম করার বিষয়, যেটি নির্ভর করে এটি সম্পর্কে জ্ঞান অর্জন করার মাধ্যমেই। যে যত বেশি SEO সম্পর্কে জানতে পারবে, সে এই খান থেকে তত বেশি ইনকাম করতে পারবে। যে কারনেই SEO সম্পর্কে সম্পুর্ন ধারণা এই আরটিকেল এ দেওয়ার চেষ্টা করবো। আপনি SEO সম্পর্কে জানতে এখানে এসেছেন, তাহলে শেষ পর্যন্ত আরটিকেলটি স্কিপ না করে পড়তেই থাকুন।
SEO কি (What is SEO)
প্রথমে আমাদের SEO কি এই বিষয়টি জানতে হবে। SEO একটি ইংরেজি শব্দ এর পুরো মিনিং হলো Search Engine Optimization। এটির আবার বাংলা করলে এর অর্থ দ্বারাই (সন্ধান যন্ত্র নিখুতকরন)। তারমানে হলো আমরা গুগল, ইউটিউব ও অনলাইনের বিভিন্ন ক্ষেত্রে যে তথ্য সার্চ করে যে ফলাফল পায়, সেটি বের করার উপায় টিই হলো SEO। SEO যে যত বেশি ভালো করতে পারবে তার তত বেশি ভিজিটর আসবে। আর যত বেশি ভিজিটর আসবে তত বেশি ইনকাম হবে।
Search Engine কি

SEO জানতে হলে Search Engine বিষয়টি সম্পর্কেও সঠিক জ্ঞান অর্জন করতে হবে। SEO এর মূল হলো Search Engine। Search Engine এর মাধ্যমে ভিজিটির দের দেখানো হয় সঠিক তথ্য খোঁজার পথ।
চলুন আপনাদের একটি উদাহরণ এর মাধ্যমে বুঝিয়ে দেয়। মনে করুন, আপনার বিভিন্ন ধরনের দোকান রয়েছে, বা ধরুন হটেল বা রেস্টুরেন্টে রয়েছে। এখানে আপনি খুবই সুন্দর ভাবে কাস্টমারদের কাছে তাদের চাহিয়া অনুযায়ী পন্য দিয়ে থাকেন। যে কারনে আপনার দিন দিন কাস্টমার সংখ্যাও আপনার বেড়েই চলেছে। মানুষজন এখান থেকে সন্তুষ্ট হওয়ার ফলে অন্যরাও এই সকল হোটেল,রেস্টুরেন্টে, দোকান খুঁজে খুঁজে আসছে। অপরদিকে আপনার বন্ধুও আপনারা মত নতুন এই সকল কাজ শুরু করেছে, কিন্তু তার দোকানে বা রেস্টুরেন্টে এ তেমন কোনো ভালো সার্ভিস প্রদানের ব্যবস্থা করেনি। কিন্তু তার দোকানের নাম সকল যায়গায় ছড়িয়ে দিয়েছে। এর ফলে মানুষ প্রথমত এখানে এসে যখন তাদের পছন্দ মত ফলাফল পাচ্ছে না। ঠিক সেই ভাবে তার দোকান ও রেস্টুরেন্টে এর মার্কেট কমে যাচ্ছে। মানুষের মনে নেগেটিভ চিন্তা ভাবনা আসা শুরু করবে।
তাই সার্চ ইঞ্জিন হলো এমন একটি বিষয় যেখানে আপনাদেরকে সুন্দর ও মার্জিত আরটিকেল তৈরি করে, সেগুলো দিয়ে বিজ্ঞপন প্রচার করা।
SEO কি কি কাজে ব্যবহার করা হয়
SEO এর কাজ হলো বিজ্ঞাপন প্রচার করা। বিজ্ঞাপন যত বেশি প্রচার হবে তত বেশি ইনকাম হবে। অর্থাৎ বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমেই কোম্পানি গুলো তাদের পন্য বিক্রি করে থাকে।
SEO আমরা বিভিন্ন জায়গায় কাজ করে ইনকাম করতে পারি। SEO যে সকল যায়গায় কাজ করা যায় তা হলো, Youtube, Website, Being, News Site, Facebook, Google Top,Formal site সহ আরো বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমে SEO করা হয়।
আপনার SEO যত বেশি ভালো হবে, তত বেশি ভিজিটর আসবে,তত বেশি ইনকাম হবে। আপনারা এই সকল ক্ষেত্রে কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।
SEO থেকে ইনকাম করবেন যেভাবে
SEO তে কাজ করে মাসে একটা ভালো পরিমাণে ইনকাম করা যায়। যারা SEO এর সাথে অনেক দিন থেকে কাজ করছেন তারা এখন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম সহজেই করছে। তাই আপনি আমি যে কেও চাইলেই এখান থেকে ইনকাম করতে পারবো। যে কারনে আমাদের প্রয়োজন আগ্রহ এবং ধৈর্য।
SEO যেহেতু আগেই জেনেছি এটি একটি সার্চ অপটিমাইজেশন সিস্টেম। তাই SEO থেকে ইনকাম করার জন্য আমাদের প্রথমে একটি কন্টেন্ট পাবলিশ করার প্লেস লাগবে। যেটাতে আমার SEO এর কাজ করে ইনকাম করবো। তাই আমাদের প্রয়োজন হবে যে কোনো বিভাগের একটি করে একাউন্ট থাকার।
Also Read: কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন সহজেই!
যেমন ইউটিউব এ SEO রিলেটেড কোনো কন্টেন্ট দিতে চাইলে প্রথমে ইউটিউব একাউন্ট থাকা লাগবে, ঠিক সেখান থেকে SEO রিলেটেড ভিডিও কন্টেন্ট আপলোড দিতে পারবো। ঠিক এই রকম করেই বিভিন্ন ওয়েবসাইট ও নিউজ টাইপের সেক্টর থেকে ভালো কোয়ালিটির SEO দিয়ে ইনকাম করা যায়।
একজন দক্ষ SEO হতে চাইলে প্রতিদিন ৩/৪ ঘণ্টা করে চর্চা করলেই ১ বছরের মধ্যেই ভালো একটি অবস্থান এ পৌঁছে যাওয়া সম্ভব।
বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করা
সারা দুনিয়া ব্যাপি SEO এখন বিশাল বিস্তৃত। বিভিন্ন কোম্পানি তাদের পন্যর প্রচার ও কোম্পানির মার্কেটিং এর জন্য দক্ষ SEO রাইটার দের নিয়োগ দেয়।তারা সারা মাস সেই কোম্পানির হয়ে কাজ করে মাস শেষে পেমেন্ট গ্রহণ করে।একজন দক্ষ SEO রাইটার এর মূল্য বাজারে অনেক। তাই Fiver,upwork,Bilancer এই সকল কে শুধু ফ্রিল্যান্সিং এর মতই SEO তে কাজ করতে পারেন। সঠিক ভাবে SEO জানলে তা Fiver,upwork এর থেলে দ্বিগুন টাকা ইনকাম করা সম্ভব।
SEO যেহেতু বিশাল একটি বিষয়। তাই আমাদের উচিত ধৈর্য সহকারে এই বিষয় এ অভিজ্ঞতা অর্জন করা। নিজে যদি কোনো বিষয় এ অভিজ্ঞ হতে পারি তাহলে নিজেই যেমন স্বাবলম্বী হতে পারবো, ঠিক তেমনি বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বায়ার আপনাকে খুঁজে নিবে। তাই পরিপূর্ণ দক্ষতা অর্জন করার পরেই বিভিন্ন কোম্পানি হয়ে কাজ করা। আপনি একবার যদি দক্ষতার সাথে কাজের পরিচয় দিতে পারেন, তাহলে আপনার আর কাজের অভাব হবে না।
আমাদের শেষ কথা
বর্তমান যুগ হলো ডিজিটাল নির্ভর যুগ। লক্ষ লক্ষ মানুষ তাদের ক্যারিয়ার জীবন অনলাইনেই গড়ে তুলেছেন। দিন দিন সরকার ও অনলাইনে ইনকামের প্রতি বেশ মনযোগী হয়েছেন। তাই কোনো কাজ কে ছোট করে না দেখে, আমাদের কাজে লেগে পড়া উচিত। আশাকরি আপনারা এই আরটিকেল থেকে বেশ উপকৃত হবেন। শেষ পর্যন্ত আসার জন্য ধন্যবাদ। আরো এমন আরো অনেক নতুন বিষয় জানতে আমাদের সাথেই থাকুন।
Writter:Jinnur
Photo: Collected