হ্যালো বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। আজকের বিষয় হলো কম্পিউটারের সকল জানা অজানা তথ্য ও এর মৌলিক বিষয় নিয়ে।তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কম্পিউটারের এই সকল বিষয় নিয়ে।
বর্তমান যুগের দিন বদলের এক অপর নাম হলো কম্পিউটার।বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ।এখন সকল কাজ কর্মই ডিজিট নির্ভর হয়ে গেছে।তাই এই সকল কাজ সমাধানের অন্যতম মাধ্যম হলো কম্পিউটার। যেকোনো কিছু করতে গেলেই কম্পিউটারের প্রয়োজন হয়।বিভিন্ন ক্ষেত্রেই আমরা কম্পিউটারের মুখোমুখি হয়।আমাদের কম্পিউটার সম্পর্কে কোন ধারণা না থাকলে কম্পিউটারে কোনো কিছুই কাজ করতে পারি না।তাছাড়াও কম্পিউটার বিষয় নিয়ে লক্ষ লক্ষ মানুষ চাকুরী করে জীবিকা নির্বাহ করছে। তাই সকলের কম্পিউটার বিষয় জ্ঞান করা ও নিজের প্রয়োজনে সাধারণ জ্ঞান থাকা সকালের খুবই দরকার। আপনি যদি কম্পিউটারের সাধারণ সকল বিষয় নিয়া জানতে চান, তাহলে এই পোস্ট টি আপনারা জন্যই। তাহলে এই শুরু করা যাক।
যে সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তার কিছু শিরোনাম গুলো জেনে নিই।
- কম্পিউটার কি
- কম্পিউটারের মূল অংশ কয়টি ও কি কি
- কম্পিউটারের বিভিন্ন অংশের নাম
- কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের কাজ কি
- প্রাথমিক শিক্ষায় কম্পিউটারের ব্যবহার
- কম্পিউটার ভাইরাস কি
কম্পিউটার কি
কম্পিউটার হলো একটি গননাকারী যন্ত্র। যেটি দ্রুত গতিতে তথ্য উপাত্তে রুপান্তরিত করে। কম্পিউটার দ্রুত গতিতে তথ্য গ্রহণ করে সাথে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ করে। কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সকল ধরনের ডেটা উপাত্তের কাজ সম্পূর্ণ করা হয়।
কম্পিউটারের মূল অংশ কয়টি ও কি কি
কম্পিউটারের মূল অংশ হলো চারটি।এই চারটির দ্বারাই কম্পিউটার তার সকল কাজ কর্ম সম্পাদন করে থাকে।
কম্পিউটারের মূল অংশ চারটি হলো।
১.ইনপুট
২.মেমোরি
৩.প্রসেসর
৪.আউটপুট
১.ইনপুট
ইনপুট এর কাজ হলো কম্পিউটারে নির্দেশনা দেওয়া।কম্পিউটারে যে সকল ডিভাইস নির্দেশনা প্রদান করতে সাহায্য করে তাকেই ইনপুট বলে।
২.মেমোরি
মেমোরি এর কাজ হলো সকল তথ্য সংরক্ষণের স্থান।কম্পিউটারে আমাদের যত সকল তথ্য সংরক্ষণের প্রয়োজন পড়ে,এই সকল কাজ মেমোরি করে থাকে।
৩.প্রসেসর
প্রসেসর এর কাজ হলো কম্পিউটারে দেওয়া সকল তথ্যকে সম্পন্ন করা বা প্রসেস করাই হলো প্রসেসর এর কাজ।মাদারবোর্ড এই সকল কাজ সম্পন্ন করতে সাহায্য করে।
৪.আউটপুট
আউটপুট এর কাজ হলো কম্পিউটারে দেওয়া প্রসেসিং এর কাজ এর ফলাফল প্রদর্শন করা।সহজ ভাবে বলতে গেলে ইনপুট দেওয়ার মাধ্যমে যে ফলাফল পাওয়া যায় তাকেই আউটপুট বলে।
আরো পড়ুন:http://জেনে নিন “ডেঙ্গু জ্বর হলে করণীয় “
কম্পিউটারের বিভিন্ন অংশের নাম
কম্পিউটারের মধ্য বিভিন্ন অংশ রয়েছে।এগুলোর প্রত্যেকটির কাজ আলাদা আলাদা। আসুন জেনে নেয় এই অংশ গুলোর নাম কি কি।যেমন হলো মাদারবোর্ড, প্রসেসর, পাওয়ার সাপ্লাই, হার্ডডিস্ক, রম,র্যাম,কম্পিউটারকে ঠান্ডা করার জন্য কুলিং ফেন,কি বোর্ড,মাউস,মনিটর,এক্সপেনসন কার্ড,সিপিউ। একটি কম্পিউটার সম্পূর্ণ ভাবে কাজ সচল করতে হলে এই সকল অংশ প্রয়োজন।
কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ কি কাজ করে?
কম্পিউটারে প্রত্যেক যন্ত্রাংশের কাজ ভিন্ন ভিন্ন।যন্ত্রাংশ গুলো কিভাবে কাজ করে তা এখন জানতে পারবেন।
CPU
প্রথমেই কম্পিউটারের মস্তিষ্ক যেটাকে বলা হয় সেটি হলো CPU. সিপিউ এর কাজ হলো কম্পিউটারের সকল কাজকর্মকে প্রসেস করা।
কি বোর্ড
কম্পিউটারে যে মাধ্যমে ডাটা ইনপুট করা হয় তার নাম হলো কি বোর্ড। কি বোর্ড এর কি ব্যবহার করে কম্পিউটারে যাবতিয় সকল ডাটা ইনপুট করা হয় বা তথ্য পাঠানো হয়।
মাউস
কম্পিউটারে সহজে সব কিছু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হলো মাউস। এটি ইনপুট দেওয়ার মত গুরুত্বপূর্ণ কাজ করে। কম্পিউটারে কাজ করার জন্য মাউস পইন্টার বা কার্সর থাকে মনিটর এর পর্দায়।
মনিটর
যেখানে আমরা কম্পিউটারের সকল তথ্য দেখতে পায় সেটায় হলো মনিটর।মনিটর এর মাধ্যমেই ইনপুট আউপুট, সব কিছুই করা হয়।মনিটর ছাড়া কম্পিউটাররে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।
মাদারবোর্ড
মাদারবোর্ড এ কম্পিউটারের সকল প্রধান অংশ যুক্ত থাকে।কম্পিউটারের সকল কিছুই মাদারবোর্ড নামক সারকিটে যুক্ত থাকে।
স্পিকার
কম্পিউটার থেকে সকল কিছুই আওয়াজ শুনতে আমাদের স্পিকার সাহায্য। স্পিকার ছাড়া কোনো কিছুই শোনা যায় না।
প্রাথমিক শিক্ষায় কম্পিউটারের ব্যবহার
পড়ালেখার সাথে এখন কম্পিউটারকেও সংযুক্ত করা হয়েছে।সকল তথ্য খুব সহযে সকল ছাত্র ছাত্রী শিক্ষকের কাছে পৌঁছাতে কম্পিউটার গুরুর ভুমিকা পালন করছে।
কম্পিউটার ভাইরাস কি
কম্পিউটার ভাইরাস এই নামটির সাথে কমবেশি সকলেই পরিচিত। কম্পিউটার ভাইরাস হলো এমন একটি ভাইরাস যা বিনা অনুমুতি নিয়ে কম্পিউটারে প্রবেশ করে কম্পিটারকে ধীরে ধীরে স্লো করে দেয়।কম্পিউটার এ কাজ করতে খুবই সমস্যা হয় ও ব্যপক সময় লাগে কোনো কিছু এ্যাক্সেস করার জন্য।
আশাকরি কম্পিউটার সম্পর্কে এই সকল তথ্য আপনাদের অনেক উপরাকে আসবে।আরো নতুন নতুন এমন আরটিকেল পড়তে আমাদের সাথেই থাকুন।
লেখকঃ আইসিটি বিশেষজ্ঞ।