হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। সকলকে জানায় ডেইলি নিউজ টুয়েন্টি ফোর এর পক্ষ থেকে স্বাগতম।

আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো আরটিকেল লিখে খুব সহজেই ইনকাম করবেন যেভাবে।

অনেকেই শুনে অবাক হতে পারেন, আরটিকেল লিখে আবার ইনকাম কিভাবে করা যায়। আর ইনকাম যে কোরবো টাকা কে দেবে আমাদের। আমরা কোথায় আরটিকেল লিখবো, কার কাছে দেব৷ এমন আরো অনেক প্রশ্নই আপনাদের মাথায় আসতে পারে।

তাহলে প্রথমেই বলি হ্যাঁ বন্ধুরা আরটিকেল লিখে খুব সহজেই ইনকাম করা যায়। আপনি যদি লিখা লিখি করতে ভালোবাসেন তাহলে আরটিকেল লিখা আপনার জন্য হতে পারে এক বিরাট অপরচুনিটি। আরটিকেল লিখে ইনকাম আপনি আমি যে কেও চাইলেই করতে পারবো। আপনাদের আজ সেই বিষয় গুলোই জানাবো, যেভাবে আপনি ইনকাম করতে পারবেন।

আর্টিকেল কি

আরটিকেল কি, এই বিষয়টি নিয়ে আগে ক্লিয়ার হয়ে নিতে হবে। আরটিকেল বলতে সহজ ভাষায় কোনো বিষয় এর উপর তথ্য লিখাকে বোঝায়।

অর্থাৎ কোনো একটি বিষয়ের উপর কন্টেন্ট লিখাই হলো আর্টিকেল। সেটা এখন যে বিষয় এর উপর এই হোক না কেন।

কোন ভাষায় আর্টিকেল লিখবেন

আরটিকেল কোন ভাষায় লিখা শুরু করবেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

আরটিকেল আপনি যেকোনো ভাষায় লিখতে পারেন। আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন তাহলে বাংলায় আরটিকেল লিখবেন।

আপনার যদি বিভিন্ন ভাষায় এক্সপার্ট হয়ে থাকেন তাহলে সেই ভাষা দিয়েও লিখতে পারেন। যেমন বাংলাদেশেই অনেক মানুষ আছেন যারা ইংরেজিতে খুব সুন্দর সুন্দর ভাবে কন্টেন্ট লিখতে পারেন। তারা চাইলে বাংলার বিপরীতে ইংরেজিতে লেখা শুরু করতে পারেন।

এখন মূল বিষয় হলো আমরা শুধু মাত্র বাংলা ভাষায় না লিখে ইংরেজি ও অন্যান্য ভাষায় কেন লিখতে যাবো৷

ইংরেজি ও অন্যান্য ভাষায় লিখবো কারণ সেই ভাষায় ভালো আরটিকেল লিখতে পারলে আমাদের ইনকাম হবে বেশি।

তাই পরিশেষে বলাই যায়, আপনি যে ভাষায় গুছিয়ে গুছিয়ে কন্টেন্ট লিখতে পারবেন সেই ভাষা নিয়েই কাজ করবেন।

আর্টিকেল লিখে কিভাবে ইনকাম করা যায়

আরটিকেল লিখে বিভিন্নভাবেই ইনকাম করা যায়, কিন্তু ইনকামের সকল মাধ্যম গুলোর মধ্যে সব থেকে সহজ মাধ্যমটি আপনাদের মাঝে তুলে ধরবো।

আর্টিকেল লিখে সহজ মাধ্যমে ইনকামের উপায় হলো ওয়েবসাইটে লিখা।

গুগল কোম্পানি কন্টেন্ট রাইটারদের ইনকামের বিশাল এক সুযোগ করে দিয়েছে কন্টেন্ট পাবলিশ করার মাধ্যমে।

আপনি যদি মনস্থির করেন যে লিখা লিখি করেই ইনকাম করতে চান, তাহলে লিখার জন্য নির্দ্রিষ্ট একটি যায়গা লাগবে। যেখানে আপনার আরটিকেল মানুষ পছন্দ করবে, এবং সেখান থেকে তথ্য গ্রহণ করবে। যে কারণে আপনার একটি ওয়ার্ডপ্রেস সাইট অথবা ব্লগার সাইট প্রয়োজন হবে।

এগুলোর যেকোনো একটি সাইট হলেই আপনি আর্টিকেল লিখতে পারবেন। আপনি চাইলে অভিজ্ঞ কারো কাছ থেকে ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। এতে আপনার ৪/৫ হাজার টাকার মত লাগতে পারে।

আচ্ছা আমরা ধরেই নিলাম আপনার ওয়েবসাইট রয়েছে তাহলে এখন ইনকামের উপায় কি। ওয়েবসাইট থেকে কি অটোমেটিক এখন ইনকাম শুরু হবে। এমনটা কিন্তু নয় বন্ধুরা। আপনাদের যখন একটি নিজস্ব ওয়েবসাইট থাকবে তখন আপনাকে অবশ্যই ইউনিক কিছু পোস্ট বা আর্টিকেল লিখতে হবে।

আপনার আর্টিকেল যে কোনো বিষয় এর উপর হয়ে উঠতে পারে। অর্থাৎ আপনার যে বিষয় এ দক্ষতা, যে বিষয় নিয়ে ধারণা বেশি আপনার, সেই বিষয় সম্পর্কেই প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে। আপনার লিখা আর্টিকেল এর ওয়ার্ড সংখ্যা সর্বনিম্ন ৫০০ রাখতে হবে। ৫০০ এর অধিক হলে আরো ভালো হয়। এই ভাবে আপনারা ২৫/৩০ টি আর্টিকেল লিখে ফেলবেন। লিখা গুলো অবশ্যই আপনার লিখা হতে হবে, কোনো ধরনের কপি পেস্ট হলে কিন্তু চলবে না।

এর পর আপনার সাইটিতে গুগল এনালাইসিস, সার্চ কন্সোল,গুগল নিউজ ও পরিশেষে এডসেন্স একাউন্ট যোগ করতে হবে।

সব কিছু সঠিকভাবে কাজ করানোর পর আপনি গুগল এডসেন্স আপনার কন্টেন্ট গুলোর উপর নির্ভর করে গুগল এ এপ্লাই করে দেবেন।

আপনার কন্টেন্ট গুলো যদি একদম ইউনিক হয়, এবং আপনার সাইটে ভিজিটর আসে তাহলে এপ্লাই করার ১৪ দিনের মধ্যে গুগল আপনাকে এডসেন্স এপ্রুভাল করে দেবে। এর পর থেকে আপনি নিয়মিত কন্টেন্ট লিখার ফলে গুগল থেকে ইনকাম করতে পারবেন।

এই ইনকাম আপনারা যত দিন কাজ করবেন তত দিন পর্যন্ত পেতেই থাকবেন। এটা থেকে মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তাই চাইলে এটাকেও আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারেন।

আশাকরি আপনারা জানতে পেরে গেছেন আর্টিকেল লিখে কিভবে ইনকাম করবেন।

মাসে কত পরিমান ইনকাম করা যায়

অনেকের মনে যে প্রশ্নটি ঘোরাঘুরি করে তা হলো মাসে কত টাকা ইনকাম করতে পারবো। আসলে বন্ধুরা অনলাইনে ইনকামের কোনো লিমিট নেই। আপনি যত ভালো পরিমাণে কাজ গুগল কে উপহার দিতে পারবেন ঠিক তত বেশি ইনকাম করতে পারবেন।

তারপর ও আপনাদের একটি আইডিয়ে দিয়ে রাখি, অনেকেই আছেন যারা নিয়মিত ওয়েবসাইট এ কাজ করে মাসে ৫০হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারছে। তাই আপনারা ইচ্ছা থাকলে আপনিও এই কাজ গুলো করতে পারেন।

আমাদের শেষ কথা

পরিশেষে বলতে চাই এটাকে আপনারা নিয়মিত কাজের পাশাপাশি পারটাইম জব হিসেবেও নিতে পারেন। ভালো মানের আর্টিকেল রাইটার এর মূল্য অনেক।

লিখা লিখি আপনার শখ হলে এই কাজটি আপনার জন্যই একদম পারফেক্ট জব। আশাকরি আপনারা আর্টিকেল লিখে কিভাবে ইনকাম করতে পারবেন এই বিষয় এ বুঝতে ও জানতে পেরেছেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

আজ এ পর্যন্তই। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন আরটিকেল পড়তে চাইলে আমাদের সাথেই থাকুন।

লেখকঃ ডেইলি নিউজ টুয়েন্টি ফোর রিপোর্টার