হ্যালো বন্ধুরা, আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। সকলকে জানায় টিপস জোন টুয়েন্টি ফোর এর পক্ষ থেকে স্বাগতম।আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি আরটিকেল নিয়ে।আজকের আরটিকেলটি হলো Admob নিয়ে। তাহলে চলুন জেনে নেয়া যাক আজকের বিষয় নিয়ে।আজকের বিষয় হলো Admob একাউন্ট খোলার সঠিক নিয়ম।
এডমোব একাউন্ট কি? (What is Admob Account)
এডমোব একাউন্ট খোলার আগে জেনে নেয়া প্রয়োজন এডমোব একাউন্ট কি। তাহলে চলুন বিস্তারিত ভাবে জেনে নেয়। আমরা বিভিন্ন প্রয়োজনে সাধারণত প্লে স্টোর থেকে এপপ ডাউনলোড করে থাকি। আমরা যে সকল এপপ ডাউনলোড করি, সেই সকল এপপ চালানোর সময় বা ব্রাউজ করার সময় নানা ধরনের এড দেখতে পায়। মাঝে মাঝেই এপপ এর মাঝে এড চালু হয়ে থাকে। এই এড কোথা থেকে আসে, এমন প্রশ্ন হয়তো আপনার মনে আসতে পারে। আমরা এই Add গুলো দেখতে পায়, এডমোব একাউন্ট এর মাধ্যমেই। গুগল পাবলিশার্স কোম্পানি App এ যে সকল Add প্রদর্শন করে তা এডমোব একাউন্ট এর মাধ্যমেই করে থাকে। তাহলে এখন বুঝতেই পারছেন এডমোব একাউন্ট এর কাজ কি। কিভাবে এই একাউন্ট কাজ করে থাকে।
Admob একাউন্ট খোলার নিয়ম
এডমোব একাউন্ট খোলার জন্য প্রথমেই আপনাদের প্রয়োজন হবে একটি জিমেইল একাউন্ট এর। জিমেইল একাউন্ট এর মাধ্যমেই এডমোব একাউন্ট খুলতে হবে। আপনাদের এডমোব একাউন্ট খোলার জন্য যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। ব্রাউজারে প্রবেশ করার পর আপনাদের সার্চ করতে হবে Admob লিখে। আপনাদের সুবিধার্থে একাউন্ট খোলার লিংকটি এখানে দেওয়া হল। https://admob.google.com › … Mobile App Monetization – Google AdMob
এই সাইটে প্রবেশ করার পর Get Started এ ক্লিক করার পর, আপনাদের একটি জিমেইল একাউন্টে দিয়ে লগইন করে নিতে হবে।
Log in করার পর এই ধরনের একটি পেজ আসবে আপনাদের সামনে। এখানে আপনাদের Add a Home address অথবা পাশের Recovery email এ ক্লিক না করে, আপনারা Not Now এ ক্লিক করবেন।

ক্লিক করার পর আপনাদের একাউন্ট খোলার জন্য সম্পূর্ণ কাজ শুরু হবে। যেই দেশ থেকে Admob একাউন্ট খুলবেন প্রথমেই সেই দেশের Country, Time Zone, Currency দিতে হবে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে একাউন্ট খুলছি তাই,
Country:- Bangladesh
Time Zone:- Dhaka
Billing Currency:- USD

এই সকল ডাটা গুলো দিয়ে পূরন করতে হবে।আপনারা যদি বাংলাদেশ বাদে অন্য যেকোনো দেশ থেকে খুলতে চান তাহলে সেই অনুযায়ী দেশ,সময়,কারেন্সি সিলেক্ট করে দিবেন।
এই সকল তথ্য দেওয়ার পর এই পেজের নিচে এসে Terms and Conditions রয়েছে এগুলো পড়ে আপনাদের I have Accepted এসে টিক চিহ্ন দিতে হবে। অত:পর আপনারা Create Admob Account এ ক্লিক করবেন।

Create Admob account দেওয়ার পর এরপর পরবর্তী পেজে কিছু অপশন আসবে। সেগুলো সব আপনারা Yes বাটনে ক্লিক করে দেবেন কোনো ঝামেলা তৈরি না হওয়ার জন্য। সবগুলো Yes করার পর Verify Your Account এ ক্লিক করতে করতে হবে।

এখানে আপনাদের কাছে একটি ফোন নাম্বার চাইবে। যেটির মাধ্যমে গুগল আপনাকে ভেরিফাই করবে। Number টি আপনারা +880 দিয়ে শুরু করবেন। নাম্বার প্রবেশ করার পর আপনাকে ভেরিফাই পিন কোড দিবে। অতপর পিন কোড বসিয়ে Continue Admob account এ ক্লিক করবেন।
আপনাদের সামনে একটি আপশন আসবে Set Up new App এখানে আপনারা Platform এ Android দিবেন। এবং নিচের অপশন এ Yes এ ক্লিক করে দিবেন।

Get Started এ প্রবেশ করে আপনারা Payments অপশন এ ক্লিক কবেন।এখানে প্রবেশ করে আপনার পেমেন্ট একাউন্ট সিস্টেম টা তৈরি করে নিতে হবে।
Get Started দেওয়ার পর আপনার সামনে একটি ফ্রম আসবে, সেটি আপনাদের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরন করতে হবে।

এখানে দেখতে পাচ্ছে Address line 1, Address line 2 এই দুইটিতে আপনারা যেখানে অবস্থান করছেন সেই স্থানের সকল তথ্য ও পোস্ট অফিসের কোডটি বসিয়ে দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার একটি অপশন রয়েছে সেখানে আপনারা আপনাদের একটি ফোন নাম্বার দিতে পারেন, একাউন্ট এর সুবির্ধাথে।

এখানে আপনারা সব কিছু সঠিক ভাবে দেওয়ার পর Submit অপশন এ ক্লিক করবেন। Submit করলেই আপনার Admob একাউন্টটির কাজ শেষ হয়ে যাবে।
সর্বশেষ এ আপনারা এই পেজটি দেখতে পাবেন।
Your Earning 0.00

এরপর গুগল আপনাদের সকল তথ্য যাচাই করবে, আপনার সকল তথ্য সঠিক থাকলে, ১-৭ দিনের মধ্যেই আপনার একাউন্টটি গুগল Approved করে দিবে। এরপর আপনি চাইলেই এই একাউন্ট ব্যবহার করে app তৈরি করে ইনকাম করতে পারবেন।
সর্বশেষ কথা
আপনার একটি ডিভাইস থেকে একটি একাউন্ট খুলবেন। একই ডিভাইসে একাধিক একাধিক একাউন্ট খুললে আপনাদের একাউন্ট Desable করে দিবে। আজ এ পর্যন্তই।
Writter: Dailynews24media Reporter