হ্যালো বন্ধুরা আশাকরি আপনারা সকলেই ভালো আছেন।যারা চাকুরির জন্য চেষ্টা করছেন বা নিজের সাধারণ জ্ঞান কে বৃদ্ধি করতে চান,তাদের জন্য নিয়ে এসেছি আন্তর্জাতিক বিষয় এ খুবই গুরুত্বপূর্ণ কিছু বিসিএস প্রশ্ন। আন্তর্জাতিক বিষয় এ নিজের অভিজ্ঞতা বাড়াতে এবং নিজেকে যাচাই করতে নিচের প্রশ্নগুলো আপনাদের সাহায্য করবে।তাহলে চলুন শুরু করা যাক।
বিষয়ঃ- আন্তর্জাতিক
১.বিশ্বের কোন দেশের স্বাক্ষরতার হার ১০০%?
উত্তরঃ স্লোভাকিয়া
২.ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
উত্তরঃ বেলজিয়াম
৩.মেক্সিকো ও যুক্তরাষ্ট্রেকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
উত্তরঃ সনোরা লাইন
৪.হোয়াংহো নদীর উৎপত্তিস্থান কোথায়?
উত্তরঃ কুনলুন পর্বত
৫.বসনিয়ায় যুদ্ধবিরতি স্বক্ষরের মধ্যস্থতাকারী কে?
উত্তরঃ জিমি কার্টার
৬.দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
উত্তরঃ ৩৪২ বছর
৭.NASA -এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ কেপ কেনেডি(প্রতিষ্ঠিত ১৯৫৮)
৮.ফেয়ার ফ্যাক্স কি?
উত্তরঃগোয়েন্দা সংস্থা (যুক্তরাষ্ট্র)
৯.যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
উত্তরঃ ১০০ টি
১০.সাসটেইনেবল ডেভেলপমেন্ট অর্জন করার কথা কোন সময়ে?
উত্তরঃ ২০৩০ সালে।
১১.কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
উত্তরঃ সাধারণ পরিষদ/ নিরাপদ পরিষদ
১২.কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
উত্তরঃ আনোয়ার সাদাত।
১৩. অক্সফাম এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ
১৪.বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদরে নিগড় থেকে মুক্ত হয়?
উত্তরঃ ম্যাকাউ
১৫.কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
উত্তরঃ এবিএম চুক্তি (ABM)
১৬.Amnest International কত সালে নোবেল শান্তি পুরুষ্কার পেয়েছিল?
উত্তরঃ ১৯৭৭
১৭. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিন পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
উত্তরঃ ক্যাটরিনা
১৮. কোন দেশটি স্ক্যনডিনেডিয়ার অন্তর্ভুক্ত নয়?
উত্তরঃ নেদারল্যান্ডস।
১৯.মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
উত্তরঃ উগান্ডা
২০. কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ জন এফ কেনেডি
২১. প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট
২২.ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ৫৪৩ টি। মোট (৫৪৫)
২৩.কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
উত্তরঃ নিউজিল্যান্ড (১৮৯৩)
২৪. পৃথিবীর বৃহওম বদ্বীপ কোনটি?
উত্তরঃ বাংলাদেশ
২৫.আশিয়ান রিজিওনাল ফোরাম (ARF)এর সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ২৭ (বাংলাদেশ ২৬তম)
২৬. মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ডা.মাহাথির মোহাম্মদ পূর্বে একটানা কত বছর ক্ষমতায় ছিলেন?
উত্তরঃ ২২ বছর।
২৭.বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
২৮.IAEA এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ভিয়েনা।
২৯.উরুগুয়ের রাউন্ডের সংলাপ কত বৎসর ধরে চলেছিল?
উত্তরঃ ৮ বছর। (১৯৮৬-১৯৯৪)সাল
৩০. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
উত্তরঃ লুইসিয়ানা।
আরো পড়ুন:বিখ্যাত ১০টি মেডিকেল কলেজ সম্পর্কে জানুন!