হ্যালো বন্ধুরা আশাকরি আপনারা সকলেই ভালো আছেন।যারা চাকুরির জন্য চেষ্টা করছেন বা নিজের সাধারণ জ্ঞান কে বৃদ্ধি করতে চান,তাদের জন্য নিয়ে এসেছি আন্তর্জাতিক বিষয় এ খুবই গুরুত্বপূর্ণ কিছু বিসিএস প্রশ্ন। আন্তর্জাতিক বিষয় এ নিজের অভিজ্ঞতা বাড়াতে এবং নিজেকে যাচাই করতে নিচের প্রশ্নগুলো আপনাদের সাহায্য করবে।তাহলে চলুন শুরু করা যাক।

বিষয়ঃ- আন্তর্জাতিক

১.বিশ্বের কোন দেশের স্বাক্ষরতার হার ১০০%?
উত্তরঃ স্লোভাকিয়া
২.ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
উত্তরঃ বেলজিয়াম
৩.মেক্সিকো ও যুক্তরাষ্ট্রেকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
উত্তরঃ সনোরা লাইন
৪.হোয়াংহো নদীর উৎপত্তিস্থান কোথায়?
উত্তরঃ কুনলুন পর্বত
৫.বসনিয়ায় যুদ্ধবিরতি স্বক্ষরের মধ্যস্থতাকারী কে?
উত্তরঃ জিমি কার্টার
৬.দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
উত্তরঃ ৩৪২ বছর
৭.NASA -এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ কেপ কেনেডি(প্রতিষ্ঠিত ১৯৫৮)
৮.ফেয়ার ফ্যাক্স কি?
উত্তরঃগোয়েন্দা সংস্থা (যুক্তরাষ্ট্র)
৯.যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
উত্তরঃ ১০০ টি
১০.সাসটেইনেবল ডেভেলপমেন্ট অর্জন করার কথা কোন সময়ে?
উত্তরঃ ২০৩০ সালে।
১১.কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
উত্তরঃ সাধারণ পরিষদ/ নিরাপদ পরিষদ
১২.কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
উত্তরঃ আনোয়ার সাদাত।
১৩. অক্সফাম এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ
১৪.বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদরে নিগড় থেকে মুক্ত হয়?
উত্তরঃ ম্যাকাউ
১৫.কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
উত্তরঃ এবিএম চুক্তি (ABM)
১৬.Amnest International কত সালে নোবেল শান্তি পুরুষ্কার পেয়েছিল?
উত্তরঃ ১৯৭৭
১৭. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিন পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
উত্তরঃ ক্যাটরিনা
১৮. কোন দেশটি স্ক্যনডিনেডিয়ার অন্তর্ভুক্ত নয়?
উত্তরঃ নেদারল্যান্ডস।
১৯.মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
উত্তরঃ উগান্ডা
২০. কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ জন এফ কেনেডি
২১. প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট
২২.ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ৫৪৩ টি। মোট (৫৪৫)
২৩.কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
উত্তরঃ নিউজিল্যান্ড (১৮৯৩)
২৪. পৃথিবীর বৃহওম বদ্বীপ কোনটি?
উত্তরঃ বাংলাদেশ
২৫.আশিয়ান রিজিওনাল ফোরাম (ARF)এর সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ২৭ (বাংলাদেশ ২৬তম)
২৬. মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ডা.মাহাথির মোহাম্মদ পূর্বে একটানা কত বছর ক্ষমতায় ছিলেন?
উত্তরঃ ২২ বছর।
২৭.বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
২৮.IAEA এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ভিয়েনা।
২৯.উরুগুয়ের রাউন্ডের সংলাপ কত বৎসর ধরে চলেছিল?
উত্তরঃ ৮ বছর। (১৯৮৬-১৯৯৪)সাল
৩০. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
উত্তরঃ লুইসিয়ানা।

আরো পড়ুন:বিখ্যাত ১০টি মেডিকেল কলেজ সম্পর্কে জানুন!

৩১.জাপান ও রাশিয়ার মধ্যে কার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?
উত্তরঃ দীপপুঞ্জ
৩২. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?
উত্তরঃ হাওয়াই।
৩৩. অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিই চুক্তি আনুমোদনের জন্য কোন দেশ দুবার গন ভোটের আয়োজন করেছিল?
উত্তরঃ ডেনমার্ক
৩৪.যুক্তরাষ্ট্রের কোন স্টেট এ নির্বাচক মন্ডলীর ভোটের সংখ্যা বেশি?
উত্তরঃ ক্যালিফোর্নিয়া
৩৫.যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ১২ বৎসর ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছেন?
উত্তরঃ ফ্যাস্কলিন রুজভেল্ট।
৩৬.নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তরঃ১৯৭৯
৩৭.জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তরঃট্রিগভেলাই (নরওয়ে)
৩৮.মাদার তেরেসাঁ কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ আলবেনিয়া।
৩৯.আবু সায়েফ গোরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
উত্তরঃফিলিপাইন
৪০.সাহস্রাদ্ব উন্নয়ন লক্ষ্য সমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল কোন সাল পর্যন্ত?
উত্তরঃ২০১৫ সাল।
৪১.ইউরো মুদ্রা কখন চালু হয়?
উত্তরঃ ১৯৯৯ সালের ১ জানুয়ারি।
৪২. ভারতের কোন রাজধানী ইস্ফল?
উত্তরঃ মণিপুর
৪৩.প্রীনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা?
উত্তরঃ৬ ঘন্টা।
৪৪.লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ফ্রান্স।
৪৫.কোন তারিখে জাতিয় পরিবেশ দিবস পালিত হয়?
উত্তরঃ৫ জুন।
৪৬. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?
উত্তরঃলোহিত সাগর ও ভূমধ্যসাগর।
৪৭. TI এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ বার্লিন।(জার্মানি)
৪৮.কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব?
উত্তরঃ দ্বিতীয়।
৪৯.পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কি?
উত্তরঃবিশ্বের একটি স্বাধীন রাষ্ট্র।
৫০. ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ১৯৪৮ সালের ১৪ মে মধ্যরাতে।
৫১.ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃলিও (ফ্রান্স)
৫২. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কত নূন্যতম ইলেক্টোরাল ভোটার প্রয়োজন?
উত্তরঃ২৭০ টি।
৫৩.ভারতের সেভেন সিস্টারস রাজ্য সমূহের অন্তর্ভুক্ত নয়?
উত্তরঃ কেরালা
৫৪. গারুদা কোন দেশের বিমান সংস্থা?
উত্তরঃ ইন্দোরনেশিয়া।
৫৫. ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়ানের জীবনবাসন হয় কোথায়?
উত্তরঃ সেন্ট হেলেনা দ্বীপে(১৮২১সালে)
৫৬.বৃটেনের রাণী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্র প্রধান নন?
উত্তরঃ অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া
৫৭.আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের স্বাক্ষর করেন কে কে?
উত্তরঃ ফ্রাস্কলিন ডি রুজভেল্ট ও উইস্টোন চার্চিল।(১৪ আগস্ট ১৯৪১)
৫৮.শান্তির জন্য কোন মহিলা প্রথম নোবেল পুরষ্কার পান?
উত্তরঃ মাদার তেরেসা।
৫৯.জাপানের পার্লামেন্টের নাম কি?
উত্তরঃডায়েট
৬০.নাসাউ কোন দেশের রাজধানী?
উত্তরঃ বাহামা দ্বীপপুঞ্জ।