আসসালামু আলাইকুম বন্ধুরা। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। সকলকে জানায় ডেইলি নিউজ টুয়েন্টি ফোর এর পক্ষ থেকে স্বাগতম। প্রতিদিনের মত আজকেও আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি বিষয়। আজকের বিষয় হলো কম্পিউটার কেনার পূর্বে কি কি বিষয় এ জানতে হবে ও খেয়াল রেখে কিনতে হবে।
কম্পিউটার বর্তমান সময়ের সব থেকে বেশি ব্যবহৃত জনপ্রিয় ডিজিটাল ডিভাইস। সকল ক্ষেত্রেই ছোট বড় কাজে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। যে কারনে আপনি যখন একটি কম্পিউটার কিনবেন, তখন অবশ্যই ভালো মানের টিই নিবেন। কম্পিউটার বানাতে যেহেতু অনেক টাকার প্রয়োজন হয়। তাই প্রথমে আমাদের কম্পিউটারের সকল বিষয় গুলো জেনে তবেই কম্পিউটার কিনতে হবে৷ কোন কোন ডিভাইস না হলেই নয়, সে সম্পর্কে জানাও খুব দরকার।
তাহলে চলুন বন্ধুরা জেনে নেয় কম্পিউটার কেনার পূর্বে কি কি বিষয় সম্পর্কে জানতে হবে।
প্রথমেই যে সকল সাধারণ বিষয় এ জ্ঞান রাখতে হবে।
দোকান সম্পর্কে আগে ভালো ভাবে জেনে নিতে হবে। যে দোকেন থেকে কম্পিউটার কিনবেন সেখানকার সার্ভিস কেমন, সে বিষয় এ জানতে হবে।
এর ফলে আপনারা দোকান সম্পর্কে আপনাদের একটি ভালো অথাবা খারাপ দিক খুজে পাবেন। দোকান ভালো বলতে সেখান কার সেবা প্রদান করাকে বোঝায়।
কম্পিউটার সম্পর্কে জ্ঞান রয়েছে এমন ব্যক্তিদের নিয়ে কম্পিটার কেনা। আর আপনার যদি কম্পিউটার সম্পর্কে জ্ঞান কম থাকে, তাহলে আপনার জন্য বেস্ট আইডিয়ে হলো একই দোকান থেকে কম্পিউটারের সকল ডিভাইস গুলো কেনা। এতে দোকানদার আপনার কম্পিউটারকে সুন্দর ভাবে Configure করে দিতে পারবে। তাই আপনারা এই কাজটি করবেন।
এখন আপনারা জানবেন কম্পিউটারের বিভিন্ন পার্টস সম্পর্কে। যেগুলো কম্পিউটার কেনার পূর্বে অবশ্যই জানতে হবে।
Processor (প্রসেসর সম্পর্কে জানতে হবে)
আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কম্পিউটারের প্রধান জিনিস কোনটি। আপনি উত্তরে বলে দিবেন প্রসেসর। কেননা প্রসেসর ই হলো কম্পিউটারের প্রধান ও অন্যতম জিনিস। তাই কম্পিউটার কেনার পূর্বে অবশ্যই আপনাকে প্রসেসর সম্পর্কে জানতে হবে। কোন প্রসেসর ব্যবহার করলে কম্পিউটার ফাস্ট সার্ভিস দেয়। কোন প্রসেসর টি বর্তমানে সর্বাধিক জনপ্রিয়।
আপনাদের জানিয়ে রাখি প্রসেসর এর মধ্যে Intel কোম্পানি বর্তমানে এগিয়ে রয়েছে। সকলের পছন্দের কোম্পানি হলো হলো Intel, তাই আপনাকে অবশ্যই প্রসেসর সম্পর্কে জানতে হবে। প্রসেসর ভালো না হলে কম্পিউটার সার্ভিসে ও ভালো পাবেন না।
প্রসেসর কেনার সময় অবশ্যই লেটেস্ট সিরিজ ব্যবহার করবেন।আপনার কম্পিউটারের সিরিজ যত বেশি আপডেট হবে, কম্পিউটার ও ঠিক তত বেশি স্পিড হবে। তাই এ বিষয় এ খেয়াল রাখতে হবে ।
Motherboard (মাদারবোর্ড)
মাদারবোর্ড কে কম্পিউটারের মেইন বোর্ড ও বলা হয়। এটাকে মেইন বোর্ড বলার কারণ হলো এখানে কম্পিউটারের সকল যন্ত্রাংশ কে যুক্ত করা হয়।
কম্পিউটারকে কোয়ালিটি পূর্ণ করে তোলার জন্য মাদারবোর্ড খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটারের অন্যতম মেইন ডিভাইস হলো মাদারবোর্ড। তাই চেষ্টা করবেন বেস্ট কোয়ালিটির মাদারবোর্ড কেনার। মাদারবোর্ড কেনার সময় অবশ্যই এর স্লট গুলো দেখে নিবেন। মাদারবোর্ড এ যেহেতু সকল কিছুই যুক্ত করা থাকে তাই স্লট গুলো দেখে নেওয়া খুবই জরুরি। স্লট ও ইউএসবি পোর্ট যেন ঠিকঠাক থাকে সেই দিকে নজর রাখতে হবে।
বর্তমান সময়ে সেরা মাদারবোর্ড কোম্পানি গুলো হল Gigabyte, intel, asus,Foxcon ইত্যাদি। আপনারা এগুলোর যেকোনো একটি মাদারবোর্ড কিনে নিতে পারেন।
Ram (র্যাম) Random Access Memory
সহজ ভাষায় RAM বলতে আমরা কম্পিউটার মেমোরি কে বুঝে থাকি। RAM এর পূর্ণ রূপ হলো Ramdom Access Memory।
RAM এর কাজ হলো কম্পিউটারের সকল তথ্য উপাও কে সংরক্ষন করে Access করার সুবিধা প্রদান করা। র্যাম যত বেশি হবে কম্পিউটারের কাজ করার ক্ষমতাও তত বেশি বৃদ্ধি পাবে।
আসুন আপনাদের র্যামের বিষয়টি আরো ভালো ভাবে বুঝিয়ে দেয়। আমরা যে মোবাইল ফোনটি ব্যবহার করি, সেটিতে একটি নিদৃষ্ট পরিমাণ র্যাম দেওয়া থাকে। ফোনের র্যাম যত বেশি হয়, ফোনের কাজ করার ক্ষমতাও তত বৃদ্ধি পায়। তাই সবাই চায় বেশি র্যাম যুক্ত ফোন কিনতে। কম্পিউটারের ক্ষেত্রেও একই বিষয়, কম্পিউটারের র্যাম যত বেশি হবে কম্পিউটারও তত বেশি স্পিডে কাজ করবে।
তাই কম্পিটারের র্যাম কেনার সময় এই বিষয় এ খেয়াল রাখতে হবে।
Hard Disk Drive
Hard Disk Drive হলো একটি ভার্চুয়াল Ram। এই ড্রাইভে আপনারা কম্পিউটারের সকল তথ্য রাখতে পারবেন। এটি যেহেতু একটি ভার্চুয়াল Ram, তাই আপনার প্রয়োজন মতো কিনে নিতে পারবেন। Hard Disk আপনার যত বেশি হবে, আপনি তত বেশি তথ্য সেখানে রাখতে সক্ষম হবেন।
Hard Disk আপনারা 160GB সর্বনিম্ন থেকে 3 TB পর্যন্ত কিনে নিতে পারবেন।
keyboard
কম্পিউটারে তথ্য প্রবেশ করার অন্যতম ইনপুট ডিভাইস হলো Keyboard। কম্পিউটারে সকল তথ্য পাঠাতে সাহায্য করে Keyboard। কি বোর্ড এর দাম তুলনামূলক বেশি নয়, তাই আপনারা যখন কি বোর্ড কিনবেন,তখন অবশ্য ভালো মানের একটি কি বোর্ড কিনে নিবেন।
আপনাদের কি-বোর্ড এর কিছু অন্যতম সেরা ব্রান্ড সম্পর্কে ধারণা দেয় যেমন A4Tech,delux,dell,Mercury ইত্যাদি। এগুলোর যে কোনো একটি ব্রান্ড এর কি-বোর্ড কিনে নিতে পারেন।
Mouse
কম্পিউটারের আরেকটি অন্যতম ইনপুট ডিভাইস হলো মাউস। মাউসের মাধ্যমে কম্পিউটারে তথ্য ইনপুট করা হয়। কম্পিউটার ব্যবহারের জন্য মাউস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই বিষয়েও আপনাদের সতর্কতার অবলম্বন করতে হবে।
আপনাদের কয়েকটি বেস্ট ব্রান্ড এর নাম জানিয়ে দেয়, যেগুলো অনেক দিন পর্যন্ত সার্ভিস প্রদান করে থাকে। যেমন A4Tech, DELL, Mercury ইত্যাদি।
মনিটর
মনিটর ছাড়া কম্পিউটার যেন কিছুই না। কম্পিউটার হলো তথ্য ইনপুট করার যায়গা। আর মনিটর হলো আউটপুট দেওয়ার যায়গা৷
কম্পিউটারের ডিসপ্লে হলো মনিটর। মনিটর যত ভালো হলো আপনার ভিডিও কোয়ালিটি গ্রাফিক্স কোয়ালিটি ততই উন্নত হবে। তাই আপনি কি ধরনের গ্রাফিক্স দেখতে চান সেটাও নির্ভর করে মনিটরের ওপর। তাই আপনারা মনিটর কেনার সময় একটি ভালো মানের মনিটর কিনে নিবেন।
আমাদের শেষ কথা
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন কম্পিউটার কেনার পূর্বে আপনাদের কি কি বিষয় এ জানতে হবে। আপনি যদি এই সকল বিষয় আগে থেকেই জেনে থাকেন, তাহলে আপনার পক্ষে কম্পিউটার কেনা খুবই সহজ হয়ে যাবে। যে কারনে এই সকল বিষয় এ আপনাদের জানতে হবে।
আশাকরি আপনাদের এই আরটিকেলটি ভালো লেগেছে। যদি আরটিকেলটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।