ভিডিও দেখতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বর্তমান সময়ে নেয় বললেই চলে। ছোট বড় সকলেই টিভি মোবাইল,কম্পিউটার, ট্যাব যেকোন ডিভাইসে ভিডিও দেখে থাকে। বেশির ভাগ মানুষ সিরিয়াল ভিডিও দেখতে বেশি ভালোবাসেন। দেশি ভিডিও ছাড়াও দেশ বিদেশের ভিডিও বর্তমান সময়ে সকল দেশেই খুবই জনপ্রিয়। কেও ভালোবাসে সিনেমা দেখতে,কেওবা ভালোবাসে নাটক দেখতে,কেও আবার শর্ট ভিডিও দেখতে, অনেকেই আবার ওয়েব সিরিজ দেখতে বেশি ভালোবাসেন।

অনেকেই আছেন যারা এখনো জানেন না বিশ্বের সেরা ওয়েব সিরিজ কোন গুলো।আজ আপনাদের জানাবো বিশ্বের সেরা ১০ টি ওয়েব সিরিজ সম্পর্কে।

তাহলে চলুন জেনে নেয়, ২০২২ সাল পর্যন্ত বিশ্বের সেরা ওয়েব সিরিজ গুলো সম্পর্কে।

Breaking Bed

এখন পযর্ন্ত সারাবিশ্বের এক নম্বর ওয়েব সিরিজ হলো ব্রেকিং বেড। এর রেটিং হলো ৯.৫। এটি সম্পূর্ণ একটি ক্রাইম থ্রিলার সিরিজ।

এই সিরিজ এর মূল কাহিনিটি হলো একটি কেমিস্ট্রি টিচারকে নিয়ে। যেখানে দেখা যায় কেমেস্ট্রি শিক্ষক টি ক্যান্সার এ আক্রান্ত হয়ে যায়। ফলে তার অনেক টাকার প্রয়োজন হয়। যে কারনে সে ড্রাগের ব্যবসায় যুক্ত হয়ে যায়। এই গল্পটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যেটা আপনাকে খুবই মুগ্ধ করবে।এটি পাবলিশ হওয়ার পর অনেক রেকর্ডকে ভেংগে দিয়েছে। এখন পযর্ন্ত এক বিশ্নেষন এ দেখা যায় এই সিরিজের সাথে টেক্কা দিতে পারে এমন কোনো সিরিজ তৈরি হয় নি৷ তাই সিরিজ লাভারা একবার হলেও এটি দেখতে পারেন।

Game Of Thrones

বিশ্বের দুই নম্বরে আছে গেম অফ থ্রন্স। এর রেটিং হলো ৯.৩। এটি একটি ফেন্টাসি ওয়েব সিরিজ।

এটি তৈরি করা হয়েছে একশন ও এ্যডভেঞ্চারে উপর নির্ভর করে।

এর কাহিনি একটি ওয়েস্ট্রনের থ্রোনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি পাওয়ার জন্য অনেক ক্যারেক্টার ও পাওয়ার এর ব্যবহার করা হয়। এটি একটি নেশায় আক্রান্ত হওয়ার মত সিরিজ। যেটি বর্তমান বিশ্বে সব থেকে বেশি ভিউজ পেয়েছে। যারা মারভেল সিরিজ দেখতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি অন্যতম ভালো মানের সিরিজ এটি।

Friends

বিশ্বের তৃতীয় নাম্বারে আছে ফ্রেন্ডস নামের এই ওয়েব সিরিজটি।এটির রেটিং হলো ৮.৯।

এটি একটি কমেডি সিরিজ। যেটি তৈরি করা হয়েছে ছয় জন বেপরোয়া বন্ধুদের নিয়ে। এই সিরিজটি দেখে আপনারা কখনোওই বোরিং ফিল করবেন না। কারন এই সিরিজটি শুধু তৈরি করা হয়েছে কমেডি নিয়েই। এই সিরিজের এত এত কমেডি রয়েছে যে বিভিন্ন বলিউড ও হলিউড সিনেমাতেও এই কমেডি গুলো কপি করতে দেখা গিয়েছে। কিন্তু ফ্রেন্ডস সিরিজ এর মত করে তুলতে পারে নি। তাই বলতে পারি আপনি যদি কমেডি মজা নিতে চান, তাহলে এই সিরিজটি দেখতে পারেন।

Strenger Things

চার নাম্বারে যে সিরিজটি রয়েছে সেটি হলো Strenger Things এই সিরিজটি। এই সিরিজের রেটিং হলো ৮.৮।

এটি একটি সাইন্স নির্ভর হরর বা ভুতের সিরিজ। যেটি তৈরি করা হয়েছে চারটি ছোট বাচ্চার উপর। এখানে দেখানো হয়েছে কিভাবে এই বাচ্চা গুলো বিপদের মোকাবিলা করে। যেখানে তাদের একটি বন্ধু হারিয়ে যায়। এর পরেই সকল ইন্ট্রেস্টিং বিষয় গুলো ঘটতে থাকে। তাই কি কি ঘটেছিল তার বন্ধুকে ফিরে পেতে এটি দেখলেই আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এই সিরিজের মোট তিনটি সিজন রয়েছে।

Peaky Blinder

পাচঁ নাম্বারে যেই সিরিজটি আসে সেটি হলো Peaky Blinder । এটির IMDB রেটিং হলো

এটি একটি হিসটোরিকাল ক্রাইম সিরিজ৷ এটি তৈরি করা হয়েছে একটি গেম এর উপর নির্ভর করে। যেটির নাম দেওয়া হয়েছে peaky blinder। এখানে একজন নেতা থাকে, যেখানে দেখা হয় কিভাবে বুদ্ধি খাটিয়ে ক্রাইম করতে হয়।

Narcos

ছয় নাম্বারে আছে নারকোস নামের এই সিরিজ টি। এই সিরিজ এর IMBD রেটিং হলো ৮.৮।

এটিও একটি ক্রাইম সিরিজ। যেটি তৈরি করা হয়েছে একটি ড্রাগ ডিলারের উপর নির্ভর করে। সেই ডিলারের নাম হলো পাবলো স্কোবার। সে একজন মোস্ট ওয়ান্টেড ড্রাগ ডিলার, সেই সাথে সে কলম্বিয়াতে কোকেইন এর ব্যবসা করে। এই সকল কাহিনি নিয়েই এই সিরিজ টি নির্মিত। এটির মোট সিরিজ সংখ্যা তিনটি।

West World

সাত নাম্বারে রয়েছে West World। এটি রেটিং হলো ৮.৭ ।

এটি একটি থিম পার্ক স্টোরি এর উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। যেখানে মানুষের মতই অনেক রোবোট তৈরি করা হয়েছে। যাদেরকে এখানে তাদের নাম দেওয়া হয়েছে হোস্ট। এখানে মানুষ ও রোবট এর মধ্যে ওয়্যারলেস কানেকশন করা হয়েছে। যেখানে বলা হয়েছে কিভাবে অনেক হোস্ট নিজের জানার চেষ্টা করে। এটার মোট তিনটি সিজন রয়েছে।

Vikings

আট নাম্বারে রয়েছে ভিকিংস নামের এই সিরিজটি। এটির রেটিং হলো ৮.৫

এটি একশন ও হিসটোরিকাল ড্রামা সিরিজ। যেখানে দেখানো হয় একটি বিশাল সৈন্য দল কিভাবে ইংল্যান্ডকে লুটার চেষ্টা করে।এটির মূলে থাকে রেগনার সে কিভাবে তার সৈন্য ও পরিবারকে নিয়ে যুদ্ধ অংশ গ্রহণ করে৷

Money Heist

নবম নাম্বারে আছে মানি হেইস্ট। এটির IMDB রেটিং হলো ৮.৪।

এটি একটি ক্রাইম থ্রিলার সিরিজ। যেটি তৈরি করা হয়েছে একটি বিশাল চুরি এর উপর। যেখানে একজন মাস্টার মাইন্ড থাকে।সে সকল প্লান তৈরি করে সাথে অনেক বন্ধু যোগার করে যাদের অনেক গুন ও প্রতিভা রয়েছে। তাদের সকলকে নিয়ে সব থেকে বড় একটি চুরি করে থাকে। এটি নিয়েই এই সিরিজটি তৈরি করা হয়েছে।

এই সিরিজটি প্রকাশের পর পর ই ব্যাপক সারা ফেলে দিয়েছিল।

Squide Game

দশ নাম্বারে আছে স্কুইড গেম। যেটির IMDB রেটিং হলো ৮.১।

এই একটি অসাধারণ সিরিজ। যেটি তৈরি করা হয়েছে কয়েকটি গেম এর সমন্বয়ে। যেখানে গেম এ হেরে যাওয়া মানে মৃত্যু বরন করা। এখানে অনেকগুলো খেলোয়াড়কে নিয়ে তৈরি করা হয়। শেষ পর্যন্ত এক জনকে বিজয়ী হয়, বাকি সবাই মৃত্যু বরন করেন।

আমাদের শেষ কথা

আশাকরি আপনারা জানতে পারলেন বিশ্বের সেরা দশটি ওয়েব সিরিজ সম্পর্কে। আপনারা টিভি সিরিজ দেখে থাকলে এই সিরিজ গুলো দেখতে পারেন ম আশাকরি আপনাদের ভালো লাগবে।

আজ এ পর্যন্তই। যদি আমাদের আরটিকেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

লেখকঃ ডেইলি নিউজ টুয়েন্টি ফোর রিপোটার।