আসসালামু আলাইকুম বন্ধুরা। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে জানায় ডেইলি নিউজ টুয়েন্টি ফোর এর পক্ষ থেকে স্বাগতম। আজ আপনাদের মাঝে তুলে ধরবো টেলিটক সিমের সকল অফার কোড দেখার নিয়ম গুলো ।
কোড সম্পর্কে জানার আগে সিম সম্পর্কে কিছু তথ্য জেনে রাখুন। বাংলাদেশে একমাত্র টেলিটক সিম ই হলো রাষ্ট্রয়ত্ত কোম্পানি।
আমরা বহু দিন ধরেই যে সকল সিম কোম্পানির নাম জানি যেমনঃ গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এগুলো সব গুলোই আসলে বিদেশি কোম্পানি। এই সকল সিমের মালিক গুলোই বাংলাদেশের আওতার বাইরে। যে কারনে এই সকল সিমের জন্য ভেট প্রদান করার লাগে। যে কারণে এই সকল সিম ব্যবহারে খরচ বেশি হয়।
টেলিটক আমাদের দেশের সিম হওয়ায় এরা স্বল্প মূল্যে গ্রাহক সেবা দিয়ে থাকে। স্বল্প মূল্য সেবা দেওয়ার জন্য তারা নানান ধরনের আকর্ষণীয় মেগা অফার তৈরি করেছে।
আপনি ও যদি টেলিটক সিমের মেগা অফার গুলো পেতে চান, তাহলে আপনিও একটি টেলিটক সিম কিনে ফেলুন। আপনারা যেনে খুবই খুশি হবেন যে টেলিটক সিমের কল রেট খুবই কম। এই সিম সব সময় ১ পয়সা সেকেন্ডে এ কল রেট দেয়। নতুন পুরাতন সকল সিমের জন্যই এই অফারটি প্রযোজ্য।
তাই আপনারা এই আরটিকেল টি মনযোগ সহকারে পড়ুন। যেই অফারটি আপনার প্রয়োজন হবে সেটির কোড আপনারা পেয়ে যাবেন।
টেলিটক সিম সম্পর্কে আরো কিছু তথ্য জেনে রাখুন। যেমন টেলিটক সিমের মাধ্যমে খুবই তারাতারি পরিক্ষার ফলাফল মেসেজ এর মাধ্যমে পাওয়া যায়।এবং বিভিন্ন চাকুরির নিয়োগের টাকা এই সিম দিয়েই করা হয়ে থাকে।
তাহলে চলুন বন্ধুরা এখন তাহলে টেলিটক সিমের অফার গুলো সম্পর্কে যেনে নেয়।
টেলিটকে SMS কেনার কোড
বর্তমানে দিন দিন SMS এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যে কারনে সকল কোম্পানি গুলোই তাদের রেট বাড়িয়ে দিয়েছে। কিন্তু আপনারা টেলিটক সিমেই পাবেন সল্প মূল্যে অধিক SMS এর অফার।
টেলিটক সিমে SMS কেনার কোডঃ আপনারা পাবেন ১০ টাকায় যেকোনো নাম্বারের জন্য ১০০ SMS ৫ দিনের জন্য।এই অফারের কোডটি হলো *১১১*১০#।এই ডায়াল কোডটি ব্যবহার করে আপনি ১০টাকায় ৫ দিনের জন্য ১০০ SMS ব্যবহার করতে পারবেন।
৫ টাকায় আপনারা পাবেন ৩ দিনের জন্য ২০০ SMS। এটির ডায়াল কোড হোল *১১১*৫#।
টেলিটক সিমের ইন্টারনেট অফার
বর্তমান সময়ের চলার জন্য ইন্টারনেট খুবই প্রয়োজন। টেলিটক সিম যেহেতু দেশি সিম কোম্পানি। যে কারনে তারা দিচ্ছে নানান ধরনের ইন্টারনেট অফার।
মানুষের সুবিধার জন্য টেলিটক সিম দিচ্ছে এক্সক্লুসিভ সকল অফার সমূহ। টেলিটক কোম্পানি সকল মানুষের কথা চিন্তা করে তৈরি করেছে বেশ কয়েকটি অফার। এখন আমারা ইন্টারনেট অফার গুলো সম্পর্কে জানবো।
১০০ এমবি ৯ টাকা মেয়াদ ৫ দিন / *111*501#
৭৫০ এমবি ১৫ টাকা মেয়াদ ৩ দিন / *111*15#
১ জিবি ২৭ টাকা মেয়াদ ৭ দিন / *
১ জিবি ৪৯ টাকা মেয়াদ ৩০ দিন / *111*49#
২ জিবি ৯৩ টাকা মেয়াদ ৩০ দিন / *111*93#
৩ জিবি ৪৪ টাকা মেয়াদ ৫ দিন / *111*44#
৩ জিবি ৬৬ টাকা মেয়াদ ১০ দিন / *111*66#
১০ জিবি ৯৭ টাকা মেয়াদ ১০ দিন / *111*97#
২৫ জিবি ১৯৮ টাকা মেয়াদ ১০ দিন / *111*198#
৩০ জিবি ৩৪৪ টাকা মেয়াদ ৩০ দিন / *111*344#
এই গুলো অফার আপনার যত খুশি তত কিনে ব্যবহার করতে পারবেন। আপনাদের সুবিধার্থে টেলিটক সিম কোম্পানি নিয়ে এসেছে টেলিটক অ্যাপ। তাই আপনারা এই অফার গুলো নেওয়ার জন্য টেলিটক অ্যাপ ব্যবহার করতে পারেন।
১৭ টাকায় ২ জিবি ১৫ দিন আনলিমিটেড
আপনাদের সুবিধার্থে টেলিটক সিম নিয়ে এসেছে ১৭ টাকায় ২ জিবির অফার। এটি আপনারা নিতে পারবেন শতবর্ষ সিমে। এখন আপনারা যে সিমেই কিনুন না কেন, সকল সিমেই পাবেন এই অফার টি। এই অফার টি নেওয়ার জন্য আপনারা ১৭ টাকা রিচার্জ করলেই পেয়ে যাবেন। এটি নিতে পারবেন ১৫ দিন পর পর। অর্থাৎ আপনি যদি ১ তারিখে ২ জিবি ১৭ টাকায় কিনে থাকেন, তাহলে এর পরে আবার এই অফারটি ১৬ তারিখে নিতে পারবেন। এই ভাবে আপনারা আনলিমিটেড এই অফারটি নিতে পারবেন। এই এমবি দিয়ে আপনারা সকল কিছুই করতে পারবেন। ব্রাউজিং থেকে শুরু করে গেম খেলা ইত্যাদি। তাই আপনারা টেলিটক সিম ব্যবহার করতে পারেন।
এখন আপনাদের জানাবো টেলিটক সিমের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডায়াল কোড সম্পর্কে।
আপনার সিমের নাম্বার জানার কোড হলো *551#
এই কোডটি ডায়াল করলে আপনার ব্যবহার কৃত সিমের নাম্বার দেখতে পারবেন ।
টেলিটক সিমের ব্যালেন্স চেক ডায়াল কোড হলোঃ*152# এই কোড ডায়াল করার মাধ্যমে আপনার ফোনের ব্যলেন্স দেখতে পাবেন সাথে, আপনার সিমে যদি এমবি থাকে তাহলে একটি সাথে সাথে মেসেজ ও দেখতে পারবেন। এজন্য এটাকে আপনারা মোবাইল ডাটা চেক কোড ও বলতে পারেন।
টেলিটক সার্ভিস বন্দ করার কোডঃ
আপনি যদি টেলিটক সিমের অপ্রয়োজনীয় সেবা বন্দ করতে চান, যেগুলো আপনার প্রয়োজন নেয়। বন্দ করতে চান। সেজন্য আপনারা STOT ALL লিখে 335 নাম্বারে পাঠায় দিতে হবে।
টেলিটকের কাস্টমার কেয়ারের কোড
টেলিটক কাস্টমার কেয়ারের কোড হলো ১২১।
এই নাম্বারে ফোন করলেই আপনারা কাস্টমার কেয়ারের সুবিধা গ্রহণ করতে পারবেন।
আমাদের শেষ কথা
আশাকরি আমাদের এই আরটিকেল থেকে টেলিটক সিমের সকল অফার গুলো নিতে পারবেন। টেলিটক সিম যেহেতু বাংলাদেশি তাই এর কলরেট সুবিধাও অনেক ভালো। যেখানে গ্রামীণ সিন ১ মিনিটে ২ঃ৫০ টাকা কলরেট দিচ্ছে সেখানে টেলিটক সিম মাত্র ৪৫ পয়সা মিনিট কলরেট সুবিধা দিচ্ছে। যে কোনো নাম্বারে। তাই আপনারা কলরেট সুবিধার জন্য এই সিম ব্যবহার করতে পারেন। এই সিম কে এখন 4G সেবার অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই ইন্টারনেট সুবিধাও পাবেন দারুন। গ্রামে গঞ্জে এই সুবিধা পৌঁছে গেছে।
আশাকরি আপনাদের এই আরটিকেলটি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে।তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন আরটিকেল পড়তে চাইলে আমদের সাথেই থাকুন। ধন্যবাদ।